প্রশাসক নয়, পরিচালন সমিতির মেয়াদ বৃদ্ধি নিয়ে ঘোষণা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর

শিক্ষামন্ত্রী জানান, মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে আলোচনা করে এই ব্যাপারে সুরাহা করা হয়েছে

3076
শিক্ষকদের পেনশনে
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, ফাইল চিত্র

নিউজ ডেস্ক: প্রশাসক বসিয়ে নয়, পরিচালন সমিতির মেয়াদ বৃদ্ধির ঘোষণা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। প্রশাসক না বসিয়ে বরং স্কুলের উত্তীর্ণ হয়ে যাওয়া পরিচালন সমিতির মেয়াদ বৃদ্ধি করা হবে বলে শনিবার জানিয়েছেন ব্রাত্য বসু। মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

এর আগে মধ্যশিক্ষা পর্ষদ একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, পরিচালন সমিতির মেয়াদ আর বৃদ্ধি করা হবে না। সেই সব সমিতি বাতিল করে প্রশাসক নিয়োগ করা হবে। কিন্তু এদিন শিক্ষামন্ত্রী জানান, মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে আলোচনা করে এই ব্যাপারে সুরাহা করা হয়েছে। যে সমস্ত স্কুলের পরিচালন সমিতির মেয়াদ বাড়ানো সম্ভব সেখানে মেয়াদ বাড়ানো হবে। প্রশাসক বসিয়ে কাজ হবে না। 

এই প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, কোন স্কুলে পরিচালন সমিতির মেয়াদ শেষ হয়ে গিয়েছে সেগুলো নিয়ে ইতিমধ্যেই স্কুল শিক্ষা দফতরকে তালিকা পাঠিয়ে দিয়েছে পর্ষদ। জানানো হয়েছে যেখানে পরিচালন সমিতি গঠন করা সম্ভব সেখানে গঠন করা হবে অন্যথায় পুরনো পরিচালন সমিতি দিয়েই কাজ চালানো হবে।

পড়ুন:  SSC: 'কী লাভ হবে? বৈঠকের নামে আসলে চাকরিহারাদের বোকা বানানো হচ্ছে' যা জানালেন বিকাশরঞ্জন

যদিও এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, “পূর্বের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে বাধ্য হল শিক্ষা দপ্তর। বলা হয়েছিল এডমিনিস্ট্রেটর নিয়োগের কথা। এখন এক্সটেনশনের কথা বলা হচ্ছে। বিদ্যালয় গুলি আবেদন করা সত্ত্বেও অসংখ্য বিদ্যালয়ে কমিটি গঠন করা যাচ্ছে না। বেনিয়ম করে এক্সটেনশন করে রাখা হচ্ছে কমিটিকে। আমরা দাবি করছি রাজ্যের এই ধরনের বিদ্যালয় গুলিতে বারবার এক্সটেনশন নয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠন করে বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে গণতান্ত্রিকতা ফিরিয়ে আনা হোক।”