লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প: লোকসভা ভোটের আগেই আগেই বেড়েছিল টাকা! ফের একবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট আপডেট সামনে এল! খুশি হবেন মহিলারা। ২০২৬ সালে এরাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। সেই দিকে তাকিয়ে ফের একবার লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়বে বলে মনে করছেন অনেকেই।
লোকসভা ভোটে ব্যাপক সাফল্য মিলেছিল। এর পর থেকেই শোনা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবারো বাড়ানো হতে পারে টাকার পরিমাণ। আগামী দিনে সরকার এই প্রকল্পে ১৫০০-২০০০ টাকা পর্যন্ত অনুদান দিতে পারে বলেও জল্পনা। তবে যদিও এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে বিধানসভা ভোটের আগেই সরকার তরফে পদক্ষেপ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় মাসে ১০০০ টাকা করে পাচ্ছেন মহিলারা। তবে তফসিলি জাতি এবং উপজাতি ভুক্ত মহিলাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ১২০০ টাকা। রাজ্যের বহু মহিলা রয়েছেন যারা মাসের শুরুতে এই প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করে বসে থাকেন।
প্রথমে এই প্রকল্পের আওতায় প্ৰতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন সাধারণ বা জেনারেল কাস্টের মহিলারা। তফসিলি জাতি এবং উপজাতি ভুক্ত মহিলাদের দেওয়া হত ১০০০ টাকা। ২০২৬ সালে রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন।