নিউজ ডেস্ক: বড় সিধান্ত নিল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকার চুক্তিভিত্তিক সরকারি প্রতিষ্ঠানে সরাসরি নিযুক্ত চালকদের মাসিক বেতন বৃদ্ধি করেছে। সরকারি গাড়ির চুক্তিভিত্তিক চালকদের বেতন বৃদ্ধির নোটিশ দিল নবান্ন (Nabanna)।
নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, সদ্য কাজে ঢোকা সব চালকদের সর্বনিম্ন বেতন বেড়ে হবে মাসিক ১৬ হাজার টাকা। প্রাথমিক পর্যায়ে আড়াই হাজার টাকা বেতন বাড়ানো হয়েছে। অভিজ্ঞতার ভিত্তিতে এই বৃদ্ধির পরিমাণ বাড়বে। সোমবার, তালিকা প্রকাশ করে জানাল নবান্ন (Nabanna)। এবছর ১ জানুয়ারি থেকেই এই বর্ধিত বেতন চালু হবে বলে জানানো হয়েছে।
৫ বছর, ১০ বছর, ১৫ বছর এবং ২০ বছর এই কাজের সঙ্গে যুক্ত থাকা সব চালকদের যথাক্রমে ২০ হাজার, ২৫ হাজার, ৩১ হাজার ও ৩৮ হাজার টাকা বেতন দেওয়া হবে বলে নবান্নের তরফে জানানো হয়েছে।
নবান্ন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান- পুরনিগম, পর্ষদের মতো সঙ্গে যুক্ত গাড়ির (Car) চুক্তিভিত্তিক চালকদের মাসিক বেতন বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হয়েছে। বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের অর্থ দফতর।
এই বেতন বৃদ্ধিকে স্বাগত জানিয়ে প্রশ্ন উঠছে, রাজ্য সরকার কেন PHE পাম্প অপারেটর, প্যারা টিচার, ICDS- অঙ্গনওড়ী কর্মী, NSQF ভোকেশমাল টিচার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের পার্ট টাইম টিচারদের বেতন বৃদ্ধি করছে না? দীর্ঘদিন ধরে বঞ্চিত ও বহু সমস্যায় দিন অতিবাহিত হচ্ছে এই সকল অস্থায়ী কর্মচারী এবং শিক্ষকদের। মূল্যবৃদ্ধির কারণে মানবিক দৃষ্টিতে অতিদ্রুত পদক্ষেপ গ্রহণ করার দাবি উঠছে।