নিউজ ডেস্ক: শিক্ষকদের দাবি মেনে নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। একাদশ শ্রেণির ২য় সেমিস্টারের পূর্ব নির্ধারিত সময় পরিবর্তন করে দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত করার নোটিফিকেশন প্রকাশ করা হল। এর পাশাপাশি উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষার সময়সূচি নিদিষ্ট করে ৩০শে নভেম্বরের মধ্যে সম্পন্ন করার নোটিফিকেশন দেওয়া হল।
শিক্ষক সংগঠন “অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (APGTWA)” এবং শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ এই দুই দাবি আগেই জানিয়েছিল কাউন্সিলের কাছে। অবশেষে নোটিশ দেওয়া হল।
এই নিয়ে অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারী চন্দন গরাই বলেন, “শিক্ষক সংগঠন অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন” (APGTWA) এর পক্ষ থেকে গত ৫ই অক্টোবর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতিকে মেল ও হোয়াটসঅ্যাপ মাধ্যমে জানানো হয়েছিল যে, একাদশ শ্রেণির ২য় সেমিস্টারের পরীক্ষাসূচী মেমো নং – DS(Exam)/075/2024 Dated 10.07.2024 by Deputy Secretary ( Examination) অনুযায়ী পরীক্ষার সময় রাখা হয়েছে বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত, যার ফলে শীতকালীন আবহাওয়ায় ছাত্র-ছাত্রী ও শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা পরীক্ষা দেওয়া, পরিচালনা ও যাতায়াতে সমস্যায় পড়বে। সুতরাং, একাদশ শ্রেণির ২য় সেমিস্টার পরীক্ষার সময় ১ ঘন্টা এগিয়ে আনা হোক, অর্থাৎ পরীক্ষার সময় দুপুর ২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত করা হোক। আবেদনটিকে মান্যতা দেওয়ার জন্য সংসদ সভাপতিকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই।”
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ, “আমরা সবাই সেমেস্টার পরীক্ষার সময় এগিয়ে আনার দাবি জানিয়েছিলাম। তিনটের সময় পরীক্ষা শুরু করার বাস্তবসম্মত কোন কারণ ছিল না। সেই দাবি অনুযায়ী সময় এগিয়ে নিয়ে আসার জন্য সংসদ-সভাপতিকে আমরা অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমরা বাংলা এবং ইংরেজির মতো বিষয়ের দীর্ঘ সিলেবাসের পরিবর্তে সময়ের মধ্যে শেষ করার মতো বাস্তবসম্মত সিলেবাস পরিবর্তনের জন্য পুনর্বিবেচনার দাবি জানিয়েছি সংসদ সভাপতিকে। এ দাবিও দ্রুত মান্যতা পেলে ছাত্র-ছাত্রীদের মঙ্গল হবে।”