Homeপশ্চিমবঙ্গ৮টি ছুটির দিন পড়েছে রবিবার! কবে কবে ছুটি পাচ্ছেন রাজকো সরকারি কর্মচারীরা?...

৮টি ছুটির দিন পড়েছে রবিবার! কবে কবে ছুটি পাচ্ছেন রাজকো সরকারি কর্মচারীরা? আগেভাগে দেখেনিন ছুটির তালিকা

২০২৫ সালে মোট ৮টি ছুটির দিন পড়েছে রবিবার। ২০২৫ সালে স্বামী বিবেকানন্দর জন্মদিন, প্রজাতন্ত্র দিবস (২৬ জানুয়ারি), সরস্বতী পুজো (২ ফেব্রুয়ারি) পড়েছে রবিবার। আগামী বছর রামনবমী পড়েছে (৬ এপ্রিল) রবিবার। মহরম....

ছুটির তালিকা: আর মাত্র কয়েকদিন, তারপরই নতুন বছর। নতুন বছর শুরুই হচ্ছে ছুটি দিয়ে। কিছুদিন আগেই নতুন বছরের ছুটির তালিকাও প্রকাশ করেছে নবান্ন (Nabanna)। ছুটির তালিকাতে দেখা যাচ্ছে আগামী বছরে বেশকিছু দিন ছুটি পড়েছে রবিবারে। ২০২৫ সালে কবে কবে বন্ধ থাকছে অফিস-কাছারি? এক নজরে দেখে নিন ছুটির তালিকা।

২০২৫ সালে মোট ৮টি ছুটির দিন পড়েছে রবিবার। ২০২৫ সালে স্বামী বিবেকানন্দর জন্মদিন, প্রজাতন্ত্র দিবস (২৬ জানুয়ারি), সরস্বতী পুজো (২ ফেব্রুয়ারি) পড়েছে রবিবার। আগামী বছর রামনবমী পড়েছে (৬ এপ্রিল) রবিবার। মহরম (৬ জুলাই), রাখিপূর্ণিমা (৯ অগস্ট), ভানুভক্তের জন্মদিন, মহালয়া এবং দুর্গাপুজোর মহা ষষ্ঠী সবই রবিবার পড়ায় বাড়তি ছুটি মিলবে না সরকারি কর্মীদের।

তবে সরস্বতী পুজো রবিবার পড়লেও তার পরেরদিন অর্থাৎ সোমবারও ছুটি দেওয়া হয়েছে। এনআই অ্যাক্টে ২০২৫ সালে ছুটি রয়েছে মোট ২৫ দিন। আবার রাজ্য সরকার আরও ২১ দিন ছুটি দিচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে মোট ৪৭ দিন ছুটি মিলছে।

২০২৫ সালে সেপ্টেম্বর মাস থেকে শুরু দুর্গাপুজো। ২৮ সেপ্টেম্বর পড়েছে ষষ্ঠী। এরপর সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে পুজোর ছুটি। শোনা যাচ্ছে, পরের বারও চতুর্থীর দিন থেকেই রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি দেওয়া যাবে। অর্থাৎ ২৬ সেপ্টেম্বর শুরু ছুটি। এরপর কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে ৬ অক্টোবর। সবমিলিয়ে ৮ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। পুজোর ছুটি খুলতে পারে একেবারে ৯ অক্টোবর।

পড়ুন:  শিক্ষক নিয়োগ: প্রাথমিক-সহ অন্যান্য স্তরে দ্রুত শিক্ষক নিয়োগ নিয়ে বড় মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, জানালেন এই কথা

কালীপুজো পড়েছে ২০ অক্টোবর। ২৩ অক্টোবর ভাইফোঁটা। তবে কালীপুজো এবং ভাইফোঁটা মিলিয়ে টানা এক সপ্তাহের মতো ছুটি মিলতে পারে সরকারি কর্মীদের। এদিকে শেষের মতো বছরের শুরুর দিকেও থাকছে লম্বা উইকেন্ড। ২ ফেব্রুয়ারি সরস্বতী পুজো পড়েছে রবিবার। তার পর সোমবারও ছুটি দেয়ায় পরপর তিন দিন ছুটির সুযোগ থাকবে। ২৫ সালে দোল পড়েছে ১৪ মার্চ (শুক্রবার)। ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন ও শবে বরাতের জন্য শুক্রবার ১৪ ফেব্রুয়ারি ছুটি। ফলে তখনও টানা তিন দিন ছুটি পাওয়া যাবে। আবার ১৫ অগস্টও পড়েছে শুক্রবার। সেই সময়ও টানা ছুটি পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments