নিউজ ডেস্ক: প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত সমন্ত বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষাকর্মী, লাইব্রেরিয়ানদের সরকারি কর্মচারীদের ন্যায় ওয়েস্ট বেঙ্গল হেল্থ স্কিম-২০১৪-এর আওতায় আনতে আলোচনার জন্য শিক্ষামন্ত্রীর কাছে দিনক্ষণ চেয়ে আবেদন জানানো হলো। আবেদন করল শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ (SUA)। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অধীনে আনলে সরকারের কোন আর্থিক ক্ষতি হবেনা, প্রয়োজন কেবল সদিচ্ছার; এমনই দাবি সংগঠনটির।
এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, শিক্ষক, শিক্ষাকর্মীদের জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম চালু ও অন্যান্য বিষয়ে আলোচনার জন্য শিক্ষা মন্ত্রীর কাছে দিনক্ষণ চেয়ে আবেদন জানানো হলো। একইভাবে নবান্নতেও আবেদন জানানো হয়েছে আগেই। বারবার আবেদনের ভিত্তিতে সাড়া না পেলে নবান্নতে ডেপুটেশন কর্মসূচি ঘোষণা করা হবে।
কিংকরবাবু আগেই জানিয়েছিলেন, “সমস্ত স্তরের স্কুল শিক্ষক ও শিক্ষা কর্মীদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম-২০১৪ -এর আওতায় আনার দাবিতে স্বাস্থ্য দপ্তরের কমিশনার এবং প্রিন্সিপাল সেক্রেটারি, শিক্ষা দপ্তরের কমিশনার, প্রিন্সিপাল সেক্রেটারি, পর্ষদ সভাপতি, শিক্ষামন্ত্রীর দপ্তরে আমরা ডেপুটেশন দিয়েছি। এছাড়া আমাদের দাবি পত্র রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, অতিরিক্ত মুখ্য সচিব, মাদ্রাসা বোর্ডের প্রেসিডেন্ট, প্রাইমারি বোর্ডের চেয়ারম্যানের কাছে পাঠিয়েছি। আমরা ইতিমধ্যেই মাননীয়া মুখ্যমন্ত্রী অথবা সচিব পর্যায়ে কারোর সাথে তাঁদের সুবিধামতো সাক্ষাৎ ও ডেপুটেশনের প্রদানের দিনক্ষণ চেয়ে আবেদন জানিয়েছি। কোন উত্তর না পেলে বারবার আমরা এই আবেদন জানাবো। তাতে কাজ না হলে আগামী ফেব্রুয়ারি মাসে আমরা নবান্নে ডেপুটেশন কর্মসূচির দিন ঘোষণা করবো।”