ছুটির তালিকা: অর্থ দপ্তর (নবান্ন) ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে। তালিকা অনুযায়ী এবার রবি-গ্রাসে ২৫ সালের ৮টি ছুটি। তবে পুজোপার্বণ মিলিয়ে সরকারি কর্মচারীদের ৪৬ দিন ছুটি দিল নবান্ন। ২০২৫ সালেও এমনই মিশ্র ফল দেখা যাচ্ছে। ৮টি ছুটির দিন পড়েছে রবিবার।
৮টি ছুটির দিন পড়েছে রবিবার। যেমন স্বামী বিবেকানন্দর জন্মদিন, প্রজাতন্ত্র দিবস, সরস্বতী পুজো, রাম নবমী, মহরম, ভানুভক্তের জন্মদিন, মহালয়া এবং দুর্গাপুজোর মহা ষষ্ঠী।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মচারীদের ছুটি দেওয়ার ক্ষেত্রে দরাজ। তাই সরস্বতী পুজো রবিবার পড়লেও সোমবারও ছুটি দেওয়া হয়েছে। কিন্তু স্বামী বিবেকানন্দর জন্মদিন বা মহালয়া বা ভানুভক্তের জন্মদিনের জন্য তেমন উপায় নেই। তাই সেই সব ছুটি আগামী বছর মার যাবে।
এর পাশাপাশি, ২০২৫ সালে এনআই অ্যাক্টে ছুটি রয়েছে ২৫ দিন। এছাড়াও রাজ্য সরকার আরও ২১ দিন ছুটি দেবে।
অর্থাৎ মোট ৪৭ দিনের ছুটি পাকা রয়েছে। মানে হিসাব মতো অধিকাংশ শনি ও রবিবার বাদ দিয়ে আরও প্রায় দেড় মাস ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। দুর্গা পুজোর সময়ে চতুর্থী তথা ২৬ সেপ্টেম্বর থেকে টানা ৭ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে।