কৃষক বন্ধু প্রকল্প: বাংলার মানুষের সুবিধার জন্য একাধিক উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, স্বাস্থ্যসাথী সহ একাধিক জনকল্যাণমূলক স্কিম চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বছর শেষের আগে রাজ্য সরকারের এমনই একটি স্কিমের টাকা দেবে বলেই আপডেট সামনে আসছে।
রাজ্যের কৃষকদের পাশে দাঁড়াতে কৃষক বন্ধু প্রকল্প (Krishak Bandhu Scheme) চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। খারিফ এবং রবি মরসুমে রাজ্যের তরফ থেকে এই স্কিমের টাকা প্রদান করা হয়। নবান্ন সূত্রে জানা, খারিফ মরসুমের শুরুতে কৃষকদের টাকা দিয়ে দেওয়া হয়েছে। এবার রবি মরসুমের টাকা শীঘ্রই উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। এটা দ্বিতীয় কিস্তির টাকা।
রাজ্য সরকার এই প্রকল্পের (Government Scheme) টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। জানা যাচ্ছে, ইতিমধ্যেই অর্থ দফতরের তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। আপাতত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের অপেক্ষা। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর যা নির্দেশ আসবে, সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বছর দু’টি কিস্তিতে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠায় রাজ্য। কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে এই স্কিম চালু করা হয়েছিল। রিপোর্ট বলছে, একজন কৃষক বার্ষিক কত টাকা পাবেন সেটা জমির পরিমাণের ওপর নির্ভরশীল। চলতি বছর রবি মরসুমের জন্য অর্থ দফতর ২৯০০ কোটি টাকা বরাদ্দ করেছে। যা কৃষক বন্ধু প্রকল্পের (Government Scheme) প্রায় ১ কোটি ৮ লক্ষ গ্রাহকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।