নিউজ ডেস্ক: তবে কি ২০২৫ সালে মিলতে চলেছে সুখবর! রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দেওয়া নিয়ে বড় খবর সামনে এল। ২০২৫ সালের জানুয়ারিতেই সুখবর পেতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা। নয়া বছরের শুরুতেই রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা শোনা যাচ্ছে।
চলতি বছরের শুরুতেই ডিএ বৃদ্ধি পেয়েছে। ১ জানুয়ারি থেকে ৪ শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল। এপ্রিলে আরও ৪ শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল। এবারে শোনা যাচ্ছে মহার্ঘ ভাতা বাড়বে মোট ১৪ শতাংশ। তবে তা যে ঠিক কবে থেকে হবে তা জানা যায়নি।
অনেকেই মনে-মনে আশা তৈরি হয়েছে ২০২৫ সালের শুরুতেই মহার্ঘ ভাতা বাড়তে পারে রাজ্য সরকারি কর্মচারীদের। আপাতত তাঁরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। কারণ ২০২৪ সালের জানুয়ারিতে চার শতাংশের পরে এপ্রিলে রাজ্য সরকারি কর্মচারীদের আরও চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল।
প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই মহার্ঘ ভাতার ঘোষণা করেছে কেন্দ্র সরকার। ৩ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা করা হয়। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন ৫৩ শতাংশ। কেন্দ্র ঘোষনা করলেও এরাজ্যে ডিএর দেখা নেই। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন মাত্র ১৪ শতাংশ। কেন্দ্রের থেকে ৩৯ শতাংশ কম ডিএ পাচ্ছেন এরাজ্যের সরকারি কর্মীরা।