Homeপশ্চিমবঙ্গ‘২ তারিখে সেটি মিলবে..,’ সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের DA মামলা নিয়ে...

‘২ তারিখে সেটি মিলবে..,’ সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের DA মামলা নিয়ে বড় আপডেট এল, জেনেনিন আপডেট

DA মামলা, সুপ্রিম কোর্ট: বাংলার সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার (DA) বঞ্চনা চলছেই। এদিকে এখনও সুপ্রিম কোর্টে (Supreme Court) ঝুলে রয়েছে বাংলার রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা (Dearness Allowance)। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ২০২৫ সালের জানুয়ারি মাসে। সেই দিনের অপেক্ষায় বসে রয়েছেন এরাজ্যের সরকারি কর্মীরা। এরই মাঝে সম্প্রতি এক ভিডিও বার্তা দিয়েছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।

তিনি বলেন, ‘৭ জানুয়ারি ডিএ মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। তবে সেই মামলার কজলিস্ট এখন আমরা পাব না। ডিসেম্বরের শেষ সপ্তাহ হয়ে যেতে পারে তা পেতে। নয়তো জানুয়ারির ২ তারিখে সেটি মিলবে। কারণ এর মাঝে ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত কোর্ট বন্ধ। ২ তারিখ আদালত ফের খুলবে। আর ৭ তারিখ আমাদের মামলা রয়েছে।’

মলয়বাবুর কথায়, ‘১৫ জুলাই আমাদের মামলার যে ১৩তম শুনানি হয়েছিল, তারপর প্রায় ৬ মাস… শুনানির তারিখ এত দেরিতে কেন মিলল, মামলাটি কেন দীর্ঘ থেকে দীর্ঘতর কেন করা হচ্ছে তা আপনাদের আর আলাদা করে বলার প্রয়োজন নেই। অনেকেই নিজেদের মতো বিচার বিশ্লেষণ করছেন। আমরা খবর নিয়েছিলাম, যে একটা মামলার ডেট সর্বোচ্চ কতদিন পর দেওয়া যায়। তখন জানতে পারি, ৬ মাস। আমাদের মামলার ক্ষেত্রে ১৫ জানুয়ারি ডেট পড়লে, দুই শুনানির মাঝে ৬ মাস সময় হয়ে যেত। তবে তার ঠিক ৭ দিন আগে শুনানির পরবর্তী তারিখ দেওয়া হয়েছে।’

পাশাপাশি তিনি আশা করছেন মামলাটি ওই দিনই উঠবে। উল্লেখ্য সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি ঋষিকেশ রায় এবং জাস্টিস ভাট্টির এজলাসে মামলাটি উঠতে চলেছে। মামলাটি নন-মিসসেলিনিয়াস হিসেবে আছে বলে জানিয়েছেন মলয়বাবু। এই মুহূর্তে বাংলার সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন মাত্র ১৪ শতাংশ। অন্যদিকে, কেন্দ্রীয় সরকারি কর্মীরা পাচ্ছেন ৫৩ শতাংশ। অর্থাৎ এরাজ্যের কর্মীরা ৩৯ শতাংশ ডিএ বঞ্চনার শিকার হচ্ছেন।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments