নিউজ ডেস্ক: ট্যাব দুর্নীতির নেপথ্যে রয়েছে জামতারা গ্যাং! এবার মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ট্যাবের টাকা নিয়ে মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী। মঙ্গলবার রবীন্দ্র সদনে মনোজ মিত্রকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন তিনি। এই নিয়ে মন্তব্য করেন ব্রাত্য।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার পুরো বিষয়টির তদন্ত করছে। কোন কোন হ্যাকার এই কাজ করেছে তাদের প্রত্যেককে চিহ্নিত করা হচ্ছে। সেই অনুযায়ী প্রশাসনিক স্তরে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।” একইসঙ্গে তিনি কড়া ভাষায় বলেন, “আগামী দিনে যারা এই অসাধু কাজের সঙ্গে যুক্ত হবেন তারা কেউ ছাড় পাবে না।”
ব্রাত্য বসু আরও বলেন, “পুরোও ব্যপারটা যেমন পুলিশকে প্রশাসনিক স্তরে বিষয়টা খতিয়ে দেখতে বলা হয়েছে এবং ৪ জনকে গ্রেফতার করাও হয়েছে। NIC-কে পুরোও ব্যাপারটা খতিয়ে দেখতে বলা হয়েছে। কোন কোন হ্যাকার এটা করছে NIC প্রতিটিকে সনাক্ত করছে, সেই অনুযায়ী ব্যবস্থা করা হয়েছে। আগামী দিনেও যারা এধরনের অসাধু কাজ করবে কেউ ছাড় পাবে না। মুখ্যমন্ত্রী নিজে এ ব্যাপারে কড়া নির্দেশ দিয়েছেন।”
জামতারা গ্যাংয়ের প্রসঙ্গ তুলে ব্রাত্য বলেন, “যেভাবে রাজ্য সরকারি স্কিমের টাকা বিহারের অ্যাকাউন্টে চলে গেছে, তাতে এর সঙ্গে জামতারা গ্যাংয়ের কোনও যোগাযোগ রয়েছে কিনা, পুলিশ ও প্রশাসন সেটি খতিয়ে দেখছে। ভবিষ্যতে টাকা গায়েবের ঘটনা রুখতে এনআইসি একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি তৈরি করছে যা পোর্টালে দেওয়া থাকবে। তবে যে বা যারা টাকা হাতানোর ঘটনা ঘটিয়েছে, তারা কেউ ছাড় পাবে না।”