ইন্টারভিউয়ের মাধম্যে রাজ্যের কলেজে বিভিন্ন বিষয়ে গেস্ট টিচার নিয়োগ হচ্ছে, জেনেনিন

16547
Assistant Professor Recruitment

নিউজ ডেস্ক: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। রাজ্যের কলেজে গেস্ট টিচার নিয়োগ করা হবে। বিভিন্ন বিষয়ে গেস্ট শিক্ষক নিয়োগ করবে Midnapore College (Autonomous)। এই মর্মে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন। 

UGC যোগ্য (NET/SET/Ph.D./GATE (কম্পিউটার)) চাকরি প্রার্থীরা সম্পূর্ণ বায়ো-ডেটা (হার্ডকপি শিক্ষক-ইন-চার্জের অফিসে জমা দিতে হবে) সহ নতুন আবেদনের আমন্ত্রণ জানানো হয়েছে। নিম্নলিখিত বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে

(i) Nutrition, (ii) Computer Application, (iii) Bengali, (iv) Economics (v) Political Science, and (v) Tourism & Aviation Management. 

পড়ুন:  12 ক্লাস পাস এবং স্নাতকের জন্য সুবর্ণ সুযোগ, CBSE 212 টি পদে নিয়োগের ঘোষণা করেছে, 1 জানুয়ারি থেকে আবেদন শুরু, বিস্তারিত জানুন

সাক্ষাৎকারের দিন কোনো বিষয়ে প্রার্থীর সংখ্যা ৩০-এর বেশি হলে সংক্ষিপ্ত তালিকার ব্যবস্থা থাকবে। পারিশ্রমিক আলোচনা সাপেক্ষে হবে এবং নিয়োগটি সম্পূর্ণরূপে অস্থায়ী ভিত্তিতে হবে।

সাক্ষাৎকারের তারিখ: 06.03.2025 (বৃহস্পতিবার) সকাল 11:30 টায়।

স্থানঃ কলেজ ক্যাম্পাসে সংশ্লিষ্ট বিভাগ।

প্রার্থীরা নিম্নলিখিত ইমেল আইডিতে তাদের বায়োডাটাও পাঠাতে পারেন:

পড়ুন:  Assistant Professor: বিহার সহকারী অধ্যাপক নিয়োগে প্রচুর শূন্যপদ বাকি, ৪০ শতাংশ বাইরের রাজ্যের, যোগ্য প্রার্থী নেই

Nutrition- (sujaya.de@midnaporecollege.ac.in)

Computer Application- (krishnagopal.dhal@midnaporecollege.ac.in)

Bengali- (susnata.jana@midnaporecollege.ac.i)

Economics- (chandrima.chakraborti@gmail.com)

Political Science- (dilipkb2010@gmail.com)

Tourism & Aviation Management- (manishree.mondal@midnaporecollege.ac.in)

বিস্তারিত জানতে অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।