DA নিয়ে রাজ্য সরকারি কর্মীদের টানাপড়েন! কত টাকা মহার্ঘ ভাতা পান মমতা? অবাক হবেন

10706
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষনা

নিউজ ডেস্ক: রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে চলছে টানাপড়েন! বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন এরাজ্যের সরকারি কর্মীদের একাংশ। এই আবহে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহার্ঘ ভাতা বাবদ কত টাকা পান তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। কত টাকা মহার্ঘ ভাতা পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?

পড়ুন:  WBCSC: কলেজে কয়েকশো অধ্যাপক নিয়োগের জন্য সেট পরীক্ষা নিয়ে গুরুত্বপুর্ন নোটিশ কলেজ সার্ভিস কমিশনের

আসলে ২০১৯ সালে শেষবারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেতন বাড়ানো হয়েছিল। এরপর অনুরোধ করা হলেও আর তা বাড়াননি মুখ্যমন্ত্রী। সেই অনুযায়ী বর্তমানে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর মূল বেতন হল ২৭,০০১ টাকা। সেই সঙ্গেই ডিএ (Dearness Allowance) সহ বিভিন্ন ভাতা বাবদ ৯০,০০০ টাকা পান তিনি। সব মিলিয়ে, মুখ্যমন্ত্রীর মাসিক বেতন হচ্ছে ১,১৭,০০১ টাকা।

আসলে কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী বেতন এবং ভাতা বাবদ কত টাকা পাবেন সেটা স্থির করে থাকে সেই রাজ্যের বিধানসভা। মুখ্যমন্ত্রীরা মাসিক বেতনের পাশাপাশি যাতায়াতের জন্য ভাতা, সাম্পচুয়ারি অ্যালাওয়েন্স সহ বেশ কিছু ভাতা পান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই সকল ভাতা পাওয়ার দাবিদার।

পড়ুন:  SSC: এসএসসি-র ২৬ হাজার চাকরি কি বাতিল হবে? রাত পোহালেই সুপ্রিম কোর্টে রায়দানের দিকে তাকিয়ে গোটা দেশ

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩% হারে ডিএ পাচ্ছেন। আর পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা পাচ্ছেন ১৪% হারে। ফলে এরাজ্যের সরকারি কর্মীরা ৩৯ শতাংশ ডিএ কম পাচ্ছেন। বকেয়া ডিএ-র দাবিতে টানা আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ।