পশ্চিমবঙ্গ: দারুন খবর বাংলার সরকারি কর্মীদের জন্য, টানা ৯ দিন ছুটির সুযোগ, জেনেনিন কিভাবে?

1733
DA News মহার্ঘ ভাতা

নিউজ ডেস্ক: দারুন খবর এরাজ্যের সরকারি কর্মীদের জন্য। টানা ৯ দিন ছুটির সুযোগ মিলতে পারে সরকারি কর্মীদের। আগামী সপ্তাহে রাজ্য সরকারি অফিসগুলিতে মোট তিনদিন ছুটি রয়েছে। সোম ও মঙ্গলবার যথাক্রমে আম্বেদকরের জন্মদিন ও বাংলা নববর্ষের ছুটি।

শনিবার এবং রবিবার এমনিতেই সরকারি অফিস ছুটি থাকে। এরপর আগামি সপ্তাহে সোম ও মঙ্গলবার যথাক্রমে আম্বেদকরের জন্মদিন ও বাংলা নববর্ষের ছুটি। এরপর শুক্রবার গুড ফ্রাইডে উপলক্ষ্যে ছুটি। শনিবার এবং রবিবার এমনিতেই ছুটি থাকবে। অর্থাৎ, বুধবার এবং বৃহস্পতিবার ছুটি নিলেই টানা ৯ দিন ছুটির সুযোগ মিলবে এরাজ্যের সরকারি কর্মীদের। 

সরকারি কর্মীদের ছুটির নিয়ম অনুযায়ী টানা ছ’দিনের বেশি হয়ে গেলে একাধিক ছুটির মধ্যে ক্যাজুয়াল লিভ (সিএল) নেওয়া যায়না। সেক্ষেত্রে আর্নড লিভ (ইএল) নিতে হবে সরকারি কর্মীদের।

পড়ুন:  SSC: 'বৈঠকে কিছু হয়নি, ওটা একটা ললিপপ, সুপ্রিম কোর্টে করার জন্য প্রস্তুতি নিচ্ছি'

সরকারি কর্মীদের ছুটির জন্য আবেদন অনলাইনে এইচআরএমএস পোর্টালের মাধ্যমে করতে হয়, তবে সিএল নিলে আগাম আবেদন করার প্রয়োজন পড়ে না। কাজে যোগ দেওয়ার পরেও আবেদন করা যায়। কিন্তু ইএল-এর ক্ষেত্রে আগাম আবেদন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয়।