এসএসসি কাউন্সেলিং: আদালতের নির্দেশের পরে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য মেধাতালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। কাউন্সেলিং সম্পর্কিত নোটিশ আগেই দেওয়া হয়েছে। কাউন্সেলিং, এবং ইন্টিমেশন লেটার ডাউনলোড সম্পর্কিত নোটিশ দেওয়া হল। যে সকল প্রার্থীদের অক্টোবর মাসের 2,3,24,25,28,29 কাউন্সিলিং হবে, তাঁদের সূচি দেওয়া হয়েছে। মোট ১৪ হাজার ৫২ শূন্যপদে শিক্ষক নিয়োগ হবে। বিস্তারিত জানতে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।
পুজোর আগেই শুরু হচ্ছে কাউন্সেলিং। আগামী ৩ অক্টোবর থেকে কাউন্সেলিং হবে। পুজোর আগে দুদিন হবে কাউন্সেলিং। তার পর আবার অক্টোবরের শেষ সপ্তাহে। স্কুল সার্ভিস কমিশনের তরফে ঘোষণা করা হয়েছে, ৩ ও ৪ অক্টোবর অর্থাৎ পুজোর আগে দুদিন হবে কাউন্সেলিং। তার পর আবার পুজোর পর চার দিন হবে কাউন্সেলিং – ২৪,২৫, ২৮ ও ২৯ অক্টোবর। তার পর শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। কাউন্সেলিংয়ে অংশগ্রহণকারী যোগ্য প্রার্থীদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ করা হবে।
এসএসসির দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত প্রথম দফার কাউন্সেলিং হবে। প্রথম দিন হচ্ছে ইংরেজি, হিন্দি, তেলুগু এবং উর্দু মাধ্যমের পিওর সায়েন্স বিষয়গুলির কাউন্সেলিং। ওইদিন ১৪৪ জন প্রার্থীর কাউন্সেলিং হবে। এছাড়া, ২৯ অক্টোবর পর্যন্ত যে কাউন্সেলিংগুলি হবে, তার মধ্যে একদিন শুধু বাংলা মাধ্যমের কাউন্সেলিং রয়েছে। সেটা ২৫ অক্টোবর বাংলা মাধ্যমে আরবি বিষয়ের কাউন্সেলিং। বাংলা মাধ্যমের বাকি বিষয়গুলির কাউন্সেলিংয়ের দিনক্ষণ পরে ঘোষণা করবে এসএসসি।
স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, ১ অক্টোবরের মধ্যে কাউন্সেলিংয়ের ইন্টিমেশন লেটার ডাউনলোড করে নিতে হবে প্রার্থীদের। কমিশনের ওয়েবসাইটে স্কুলভিত্তিক শূন্যপদের হিসেবও দেওয়া হবে সেদিন থেকেই। শূন্যপদ অনুযায়ী পছন্দের স্কুল কাউন্সেলিংয়ে বেছে নিতে পারবেন প্রার্থীরা। যদিও চাকরি প্রার্থীদের অভিযোগ অত্যন্ত ধীর গতিতে কাউন্সেলিং প্রক্রিয়া পরিচালিত করছে এসএসসি। আদালত নির্দেশ দিয়েছিল চার সপ্তাহের মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। তবে এসএসসির নোটিশ দেখে বোঝা যাচ্ছে চার সপ্তাহের মধ্যে কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হবে না। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে আদালত অবমাননার মুখে পড়বে নাতো এসএসসি?
SSC: আপার প্রাইমারি শিক্ষক নিয়োগে সূচি প্রকাশ এসএসসির, ডাইরেক্ট লিঙ্ক এখানে
আদালতের নির্দেশকে মান্যতা দিতে হলে এসএসসিকে বিজ্ঞপ্তি প্রকাশের চার সপ্তাহের মধ্যে ১৪ হাজার ৫২ জনের কাউন্সেলিং করতে হতো। কিন্তু পুজোর আগে দু’টি দিন মাত্র ৫০০ চাকরিপ্রার্থীর কাউন্সেলিং করছে এসএসসি। আর দুর্গা পুজোর পর বাকি তিন দিনে ৭০০ থেকে ৮০০ চাকরিপ্রার্থীর কাউন্সেলিং হবে। এই নিয়ে আশাহত হবু শিক্ষকরা।