নিউজ ডেস্ক: স্কুল সার্ভিস কমিশনের (SSC) আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের চতুর্থ দফার কাউন্সেলিং প্রক্রিয়া আগেই শেষ হয়েছে। চতুর্থ দফার কাউন্সেলিং শেষেও শিক্ষক নিয়োগে অনুপস্থিত ছিলেন বহু চাকরি প্রার্থী। তৃতীয় পর্যায়ের কাউন্সেলিংয়ের পর চতুর্থ পর্যায়ের কাউন্সেলিংও চাকরি প্রার্থীদের এক বড় অংশই অনুপস্থিত ছিলেন। এই অবস্থায় পঞ্চম দফার কাউন্সেলিংয়ের নোটিশ দিল এসএসসি। ২৮.০৩.২০২৫ তারিখে মেরিট লিস্ট আপলোড হবে। ২৬ মার্চে শূন্যপদ আপলোড করা হবে।
জানা যাচ্ছে, মোট ১৫৩ জন প্রার্থীকে ডাকা হবে। স্কুলে যোগ দেননি, কাউন্সিলিংয়ে অনুপস্থিত এবং শিক্ষক পদে যোগ দিতে অস্বীকার করায় তৈরি হওয়া শূন্যপদে ফের কাউন্সেলিংয়ের জন্য ডেকেছে এসএসসি।
এসএসসি আপার প্রাইমারি -1st SLST-2016 শিক্ষক নিয়োগের ৫ম কাউন্সিলিং নোটিশ দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। আগামী ২৮.০৩.২০২৫ তারিখে মেরিট লিস্ট দিয়ে দেওয়া হবে। এছাড়াও, এসএসসি অলটারনেটিভ ভেকেন্সি ১২ জনকে রেকোমেন্ডেশন দিলোদিয়েছে এদিন।

