BIG NEWS: আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের কাউন্সেলিং সংক্রান্ত নোটিশ দিল এসএসসি, দেখেনিন এক ক্লিকেই

উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ হয়েছে। ১৪ হাজার ৫২টি পদে নিয়োগের প্যানেল প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। অফিসিয়াল ওয়েবসাইটে মেধাতালিকা প্রকাশ করেছে এসএসসি। এবার কাউন্সেলিং সংক্রান্ত নোটিশ দিল এসএসসি। অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশ দেওয়া হয়েছে।

2931
এসএসসি SSC শিক্ষক

আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ: কলকাতা হাইকোর্টের ছাড়পত্র মিলেছে, সুপ্রিম কোর্টও প্যানেল প্রকাশে বাঁধা হয়ে দাঁড়ায়নি। এই অবস্থায় উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ হয়েছে। ১৪ হাজার ৫২টি পদে নিয়োগের প্যানেল প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। অফিসিয়াল ওয়েবসাইটে মেধাতালিকা প্রকাশ করেছে এসএসসি। এবার কাউন্সেলিং সংক্রান্ত নোটিশ দিল এসএসসি। অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশ দেওয়া হয়েছে।

এসএসসি নোটিশ দিয়ে জানিয়েছে ১ অক্টোবর থেকে কাউন্সেলিংয়ের জন্য চিঠি ডাউনলোড করতে পারবেন উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। ৩ অক্টোবর থেকে শুরু কাউন্সেলিং। পুজোর আগে উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং হবে ৩ ও ৪ অক্টোবর। এই দুদিন প্রায় দুশোরও বেশি সফল চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং করা হবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানাল স্কুল সার্ভিস কমিশন।

১৪০০০-এরও বেশি শূন্যপদ থাকলেও প্রায় ১৩৯৫০ জনের নামের মেধাতালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। আসলে বেশ কয়েকটি বিষয়ে উপযুক্ত সংরক্ষিত প্রার্থী না পাওয়া যাওয়ায় শূন্যপদের থেকে মেধাতালিকায় থাকা প্রার্থীর সংখ্যা কম। নোটিশ দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন।

এর আগে দু’বার মেধা তালিকা প্রকাশ হলেও দুর্নীতির অভিযোগে বাতিল হয়। দীর্ঘদিন ধরে আপার প্রাইমারি নিয়ে মামলা চলে। শেষপর্যন্ত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নিয়োগের ছাড়পত্র দেয়। তবে আদালত বলে নতুন করে মেধাতালিকা প্রকাশ করতে হবে।

পড়ুন:  ‘SSC মামলায় বিকাশ নিয়েছেন ২৫ লক্ষ, শামিম ৭ লক্ষ, তারপরও কেন?’, বিস্ফোরক মন্তব্য কুণাল ঘোষের

আদালত জানিয়েছিল চার সপ্তাহের মধ্যে মেধাতালিকা প্রকাশ করতে হবে। তার চার সপ্তাহের মধ্যে কাউন্সিলিং করিয়ে নিয়োগ করাতে হবে। আদালতের নির্দেশে তৃতীয়বার তালিকা প্রকাশ করল এসএসসি। এবার কাউন্সেলিংয়ের নোটিশ দেওয়া হল। 




মোট ৮ হাজার ৯৫০ জন প্রার্থীর নাম রয়েছে মেধাতালিকায়। শিক্ষাগত এবং জাতিগত শংসাপত্রের গরমিলে ৯৬ জন প্রার্থীর নাম বাদ গিয়েছে বলে খবর। সেই সঙ্গে এই তালিকায় ১০ জন প্রার্থীর নাম যুক্ত হয়েছে, যাঁরা  ব্যক্তিগতভাবে হাইকোর্টের রায় পেয়েছিলেন। বাকি প্রার্থীরা রয়েছেন ওয়েটিং লিস্টে। মোট প্রার্থী যেহেতু ১৪ হাজার ৬২ জন, তাই প্রায় ৫০০০ জন ওয়েটিং লিস্টে রয়েছেন। তবে এই ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের বেশিরভাগই চাকরি পেয়ে যাবেন, কারণ সংরক্ষিত প্রার্থীদের অনেকেই দুই বা তার বেশি ক্যাটাগরিতে জায়গা দখল করে আছেন।

পড়ুন:  SSC: ১৪,৩৩৯ শূন্যপদে শিক্ষক নিয়োগ, দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে ফের পথে নামতে চলেছেন হবু শিক্ষকরা

Upper Primary Counselling notice

 

পুজোর ছুটির আগেই কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি দেওয়া হল। শুক্রবারই কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি। পুজোর আগেই প্রথম দফার কাউন্সেলিং করবে স্কুল সার্ভিস কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, পার্শ্ব-শিক্ষকদের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষিত আছে। সেটা বাদ দিয়েই প্যানেল প্রকাশ করা হয়। 

পড়ুন:  বড় খবর: সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যোগ্য শিক্ষকদের স্কুলে যোগদান নিয়ে ডিআইদের উদ্দেশ্যে নোটিশ স্কুল শিক্ষা দফতরের




প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় এক দশক আগে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল। মেধাতালিকা প্রকাশিত হলেও দুর্নীতির অভিযোগ ওঠায় দীর্ঘদিন আইনি জটে আটকে ছিল উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া (প্রথম এসএলএলটি, ২০১৬ সাল, আপার প্রাইমারি)। যদিও চলতি বছরের ২৮ অগস্ট কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে চার সপ্তাহের মধ্যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করতে হবে। মেধাতালিকায় মোট ১৪,০৫২ জন প্রার্থীর নাম রাখার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। আদালতের নির্দেশ মেনেই মেধাতালিকা প্রকাশ করা হলো।

Notice (Ref:Initial Schedule of counseling) in c/w 1st SLST-2016, Upper Primary Level of Classes (excluding 10%para-teachers).      

Click here to view the Notice.