Homeচাকরির খবরSSC: ১৪,৩৩৯ শূন্যপদে শিক্ষক নিয়োগ, দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে ফের পথে নামতে...

SSC: ১৪,৩৩৯ শূন্যপদে শিক্ষক নিয়োগ, দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে ফের পথে নামতে চলেছেন হবু শিক্ষকরা

এসএসসি SSC শিক্ষক

SSC আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ: ফের পথে নামতে চলেছেন হবু শিক্ষকরা। দ্রুত কাউন্সেলিং করিয়ে নিয়োগের দাবিতে পথে নামছেন তাঁরা। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে জট কেটেছে। আদলত নির্দেশ দিয়েছে নতুন মেধাতালিকা প্রকাশ করে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ করতে হবে। উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধা তালিকা আগামী সপ্তাহেই প্রকাশিত হবে বলে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। 

এই অবস্থায়, পুজোর আগেই কাউন্সিলিং ও জয়েনিং প্রক্রিয়া সম্পন্ন করতে আগামী বৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর, দুপুর ১২টার সময় কমিশন অভিযানের ডাক দেওয়া হয়েছে। চাকরি প্রার্থীদের দাবি, অবিলম্বে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার মেনে 14052 জন চাকরি প্রার্থীদের ধারাবাহিক কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করতে হবে। পুজোর আগেই জয়েনিং করাতে হবে হবু শিক্ষকদের।

পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের (WBUPCPM) দাবি –

১.পুজোর আগে কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন করে নিয়োগ করাতে হবে।

২.লক্ষ্মীপুজো ও কালীপুজোর মাঝে দ্বিতীয় কাউন্সেলিং এবং তৃতীয় কাউন্সেলিং করাতে হবে। ডিভিশন বেঞ্চের নির্দেশ মতো ২৮ অক্টোবরের মধ্যে ১৪০৫২ জন প্রার্থীর কাউন্সেলিং করাতে হবে।

পড়ুন:  BIG NEWS: SSC | Supreme Court | উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে তৎপর এসএসসি, সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল

৩. ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুসারে ২৮ নভেম্বর মধ্যে ১৪০৫২ জন প্রার্থীর চাকরি সুনিশ্চিত করতে হবে।

কলকাতা হাইকোর্ট মেধাতালিকা প্রকাশের জন্য ৪ সপ্তাহ সময় দিয়েছিল। তবে কলকাতা হাইকোর্টের দেওয়া সময়সীমার অনেক আগেই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ করতে চাইছে স্কুল সার্ভিস কমিশন। চার সপ্তাহ নয়, দু’সপ্তাহের মাথায় ১৪ হাজারেরও বেশি প্রার্থীর তালিকা আগামী সপ্তাহের শেষে প্রকাশ করা হবে।

পড়ুন:  ২৫ জন গ্রুপ সি কর্মী নিয়োগ করবে এই জেলার প্রশাসনিক বিভাগ, বেতন কত?

এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, ‘আমাদের লক্ষ্য আগামী সপ্তাহের মধ্যেই মেধা তালিকা প্রকাশ করা।’




উচ্চ প্রাথমিকে ঘোষিত শূন্যপদ রয়েছে ১৪,৩৩৯টি। তবে, মোট প্রার্থী রয়েছেন ১৪,০৪২ জন। তবে, যোগ্য প্রার্থীর সংখ্যা তার চেয়ে অনেকটাই কম। ফলে অধিকাংশই চাকরি পেয়ে যাবেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে, বিষয়, মিডিয়াম এবং অন্যান্য সমস্যার কারণে কিছু প্রার্থী বাতিল হতে পারে বলেই জানাযাচ্ছে কমিশন সূত্রে। তবে, চূড়ান্ত তালিকার পরেই সেই ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।

পড়ুন:  বড় খবর: প্রাথমিক স্কুলগুলিতে ২৭০০ শূন্যপদে শিক্ষক নিয়োগের পথে রাজ‍্য! জেনেনিন বিস্তারিত

ASSISTANT PROFESSOR: বিজ্ঞপ্তির চার বছর পর অবশেষে 1,001 জনকে সহকারী অধ্যাপক পদে নিয়োগ দেওয়া হচ্ছে

এদিকে, আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ক্যাভিয়েট  আবেদন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রীম কোর্টে। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে তৎপর SSC, এরই মধ্যে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল স্কুল সার্ভিস কমিশনের। নতুন করে যাতে মামলা হয়ে নিয়োগ প্রক্রিয়া ভেস্তে  না যায়, তার জন্যই এটা করল এসএসসি। কমিশন চাইছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে নতুন করে মামলা হলেও যেন কমিশনের কথা শোনে সুপ্রিম কোর্ট। তার জন্যই এই ক্যাভিয়েট দাখিল।




RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments