WBSSC: সময়মতো না পৌঁছালে গেট বন্ধ থাকবে! নতুন নিয়ম ও পরীক্ষাকেন্দ্র তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য জরুরি তথ্য প্রকাশ করল এসএসসি।
নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৭ সেপ্টেম্বর এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৪ সেপ্টেম্বর। কমিশনের মতে, সমস্ত পরীক্ষার্থীকে এই নির্দেশিকা ভালোভাবে পড়ে প্রস্তুত হতে হবে, যাতে পরীক্ষার দিনে কোনো অসুবিধা না হয়।
বলা হয়েছে, পরীক্ষার দিনে পরীক্ষাকেন্দ্রে সকাল ১১টার মধ্যে পৌঁছানো বাধ্যতামূলক। সকাল ১১:৪৫ মিনিটে পরীক্ষাকেন্দ্রের গেট বন্ধ হয়ে যাবে এবং দুপুর ১২টার পরে কোনোভাবেই প্রবেশের অনুমতি দেওয়া হবে না। প্রশ্নপত্র বিতরণ হবে পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে, তবে দুপুর ১২টার আগে উত্তর লেখা শুরু করা যাবে না।
চাকরি প্রার্থী পরীক্ষার্থীকে অ্যাডমিট কার্ডের প্রিন্ট কপি, বৈধ ফটো আইডি (যেমন প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স) এবং কালো বা নীল বলপয়েন্ট পেন সঙ্গে আনতে হবে। OMR শিট পূরণের জন্য অন্য কোনো কলম বা পেন্সিল গ্রহণযোগ্য হবে না।
পরীক্ষাকেন্দ্রে কোনো ধরনের ঘড়ি (স্মার্ট বা অ্যানালগ), ক্যালকুলেটর, লগ টেবিল, মোবাইল ফোন বা অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট আনা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এগুলি পাওয়া গেলে পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হতে পারে।
পরীক্ষা শেষ হওয়ার আগে কোনো পরীক্ষার্থী হল ত্যাগ করতে পারবেন না। দুপুর ১:৩০ পর্যন্ত পরীক্ষা চলবে, তবে দৃষ্টিশক্তি সংক্রান্ত বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য সময়সীমা থাকবে দুপুর ১:৫০ পর্যন্ত। পরীক্ষা শেষে OMR শিট অবশ্যই পরিদর্শকের কাছে জমা দিতে হবে, তবে প্রশ্নপত্র এবং OMR শিটের কার্বন কপি নিজের কাছে রাখা যাবে।
এসএসসি জানিয়েছে সমস্ত পরীক্ষাকেন্দ্র সিসিটিভি নজরদারিতে থাকবে। পরীক্ষার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে যে পরীক্ষার আগে নিজেদের কেন্দ্রের অবস্থান সরেজমিনে দেখে আসা উচিত। কমিশনের ওয়েবসাইটে জেলার ভিত্তিতে সম্পূর্ণ পরীক্ষাকেন্দ্র তালিকা প্রকাশিত হয়েছে, যা দেখে আগেই প্রস্তুতি নেওয়া বাঞ্ছনীয়। WBSSC আশা করছে, সকল পরীক্ষার্থী সময়মতো উপস্থিত হয়ে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করবেন। নয়া নিয়োগ নিয়ে দারুন তৎপরতা দেখাচ্ছে কমিশন।