WBSSC: চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের চাকরি ফেরানোর প্রক্রিয়া শুরু রাজ্যে, কাদের?

1462
শিক্ষক শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

নিউজ ডেস্ক: এবার চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। এই নিয়োগের জন্য সবুজ সংকেত দিল নবান্ন। স্বরাষ্ট্র দফতর, বিদ্যুৎ দফতর, বিপর্যয় ও মোকাবিলা দফতর চাকরি ছেড়ে শিক্ষক- শিক্ষিকার চাকরিতে যোগ দিয়েছিলেন। তাঁদের এই তিন দফতরে ২০ জনকে ফের বহাল করার জন্য চিঠি দেওয়া হল।

পড়ুন:  গরমের ছুটির মধ্যেও চলবে তৃতীয় সেমেস্টারের ক্লাস, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সিদ্ধান্ত বিতর্ক

এই বিষয়ে জানা গিয়েছে, এঁদের মধ্যে পাঁচজন স্বরাষ্ট্র দফতরের চাকরি ছেড়ে স্কুল শিক্ষায় যোগ দিতে চেয়েছিলেন। তবে শুধু এই ২০ জনই নন, এখন‌ও পর্যন্ত প্রায় ৪,৫০০ আবেদন জমা পড়েছে, যাঁরা তাঁদের পুরন‌ো সরকারি চাকরিতে ফিরে যেতে চান। সে সব আবেদন খতিয়ে দেখছে রাজ্য।

বিকাশ ভবন, শিক্ষা কমিশনার, মুখ্য সচিব, প্রাইমারি, জেলা প্রাইমারি স্কুল কাউন্সিল-এ এই পুনর্বহাল সংক্রান্ত আবেদন জমা পড়েছে পৃথক ভাবে। অনেকে আবার মাদ্রাসা এবং এসএসসি দফতরে দরখাস্ত করেছেন। সে বিষয়ে তথ্য জানানোর জন্যই গত জুনে রাজ্যের সব প্রাথমিক এবং মাধ্যমিক ডিআই-এর কাছে নির্দেশ পাঠিয়েছে স্কুল শিক্ষা দফতর। জানতে চাওয়া হয়েছে আবেদনকারীরা আগে কোথায় চাকরি করতেন, ২০১৬ এসএলএসটি-তে কোন স্কুলে তাঁরা যোগদান করেছিলেন, সেখানে ‘অ্যাপ্রুভাল’ হয়েছিল কি না, ঠিক মতোই বেতন পাচ্ছিলেন কি না, বদলি হয়েছিলেন কি না ইত্যাদি। আগেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশে মেনেই প্রক্রিয়া চলবে।