নিউজ ডেস্ক: দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, ২০১৬ সালের এসএসসি’তে (SSC Recruitment Case Verdict) নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছে। এর ফলে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী। চাকরি বাতিল হয়েছে রায়গঞ্জের দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানি বিদ্যাপীঠের দু’জন শিক্ষিকা কৃষ্ণমৃত্তিকা নাথ ও প্রিয়াংকা গুহ। সুপ্রিম কোর্টের রায় শোনামাত্রই কান্নায় ভেঙে পড়েন বিদ্যালয়ের মিউজিকের টিচার কৃষ্ণমৃত্তিকা নাথ।
তিনি অঝোরে কাদতে কাদতে বলেন, ‘আমার প্রথম কাউন্সেলিংয়ে চাকরি হয়েছে। স্নাতক ও স্নাতকোত্তর স্তরে বিশ্ববিদ্যালয়ের টপার। ফার্স্ট ক্লাস ফার্স্ট। রাজ্যপালের কাছ থেকে স্বর্ণপদক নিয়েছি। তারপরও যদি আমায় প্রমাণ করতে হয় আমি যোগ্য, কী অযোগ্য, আমার কিছু বলার নেই।’
তিনি আরও বলেন, ‘২০১৬ সালে এসএলএসটি দিয়ে প্রথম কাউন্সেলিংয়ে ২০১৮ সালে মিউজিক টিচার হিসেবে জয়েন করি। প্রথম কাউন্সেলিংয়ে চাকরি হয়। এখন আবার পরীক্ষা দিয়ে চাকরি পেতে হবে বুঝতে পারছি না। আমার বাবা-মা আমার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। কি হবে বুঝতে পারছি না। ভীষণভাবে ভেঙে পড়েছি। এত বড় সামাজিক অপমান কীভাবে মেনে নিয়ে এগিয়ে চলব, জানি না।’
অর্থনীতির শিক্ষিকা প্রিয়াংকা গুহর বলেন, ‘যোগ্যদের এভাবে বিপদের মুখে পড়তে হবে ধারণা ছিল না। এই দায় কি আমাদের? আমরা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছি। আমরা যোগ্যরা রিট পিটিশন করব।’