আপডেট: এসএসসি (SSC) ২৬ হাজার চাকরি বাতিল সংক্রান্ত বহু প্রতীক্ষিত মামলার শুনানির আবার দিন দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। সুপ্রিমকোর্টে এসএসসি (SSC 2016) 26000 শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ মামলার শুনানির পরবর্তী তারিখ ২৪ সেপ্টেম্বর দেওয়া হল। এই মামলাটির দিকে তাকিয়ে আছে গোটা রাজ্য।
সুপ্রিম কোর্টে SSC 2016 নিয়োগ মামলার শুনানির সম্ভাব্য তারিখ ছিল 10/09/2024। এই মামলার ফের তারিখ দেওয়া হল। সুপ্রিম কোর্টে SSC মামলার পরবর্তী তারিখ 24/09/2024। মামলাটি ওই দিন ১ নম্বরে থাকবে বলে জানা গেছে। বিস্তারিত শুনবে সুপ্রিম কোর্ট।
SSC চাকরি বাতিল মামলা: বাংলার ২৬০০০ চাকরি বাতিল মামলার সুপ্রিম কোর্টে শুনানি হতে চলেছে আগামী ১০ সেপ্টেম্বর, মঙ্গলবার। কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি বাতিল হয়েছিল এরাজ্যের রাজ্যের ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষকের। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদ। এই মুহূর্তে মামলাটি চলছে সুপ্রিম কোর্টে।
এই মামলাটির শুনানি বেশ কয়েকবার পিছিয়ে গেছে। এবার সেই মামলার শুনানির দিনক্ষণ নিয়ে চলে এল বড় আপডেট। এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি হবে আগামী ১০ সেপ্টেম্বর। শুক্রবার জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত।
আগামী মঙ্গলবার বিচারপতি ঋষিকেশ রায়ের নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে। এর আগে গত বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর, এসএসসি-র প্রায় ২৬ হাজার চাকরি বাতিল সংক্রান্ত দীর্ঘ প্রতীক্ষিত মামলার শুনানি হওয়ার কথা থাকলেও শুনানি হয়নি। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে শুনানি হওয়ার কথা ছিল।
তবে প্রধান বিচারপতি অসুস্থতার কারণে এজলাসে উপস্থিত হতে না পারায় গত বৃহস্পতিবার সুপ্রিম আদালতের এক নম্বর কোর্টের কোনও মামলার শুনানি হয়নি। এরপরই নোটিস জারি করে জানিয়ে দেওয়া হয় যে, মঙ্গলেই হবে শুনানি। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তার রায়ে ২০১৬ সালের শিক্ষক নিয়োগের গোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছে। ফলে চাকরি হারিয়েছেন ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক। পাশাপাশি ওইসব শিক্ষকদের তাদের এতদিনের বেতন ১২ শতাংশ সুদ-সহ ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে। যদিও সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট।