অবাক কান্ড: স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষাতে বসেছেন বাংলাদেশি নাগরিক! নজিরবিহীন ঘটনা

819
স্কুল সার্ভিস কমিশন

নিউজ ডেস্ক: এবার এক অবাক কান্ড সামনে এল। ভোটার তালিকায় রয়েছে নাম, স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষাতেও বসেছিলেন বাংলাদেশি নাগরিক! ভোটার লিস্ট থেকে ১২ নাম বাদ দিতে নির্বাচন কমিশনকে চিঠি দিল ফরেনার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)।

জানা যাচ্ছে, এফআরআরও-র তরফে এসএসসির কাছে যে কয়েকটি নামের তালিকা সমেত আলাদা আলাদা চিঠি দেওয়া হয়েছে, তার মধ্যে একটিতে নাম রয়েছে জনৈক স্বরূপ সরকারের। এফআরআরও-র দাবি, ওই ব্যক্তি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বেশ কয়েক বছর আগেই ভারতে এসেছেন। নদিয়ার তেহট্টে এক আত্মীয়ের বাড়িতে থাকতেন তিনি। 

পরবর্তীতে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে স্নাতক ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশও করেন। এফআরআরও-র দাবি, গত ৭ সেপ্টেম্বর এসএসসি-র নবম-দশমে শিক্ষক নিয়োগের যে পরীক্ষা হয়েছিল, সেখানে তিনি অংশ নেন। জলঙ্গির বাসিন্দা এক ব্যক্তির সাহায্যে স্বরূপ ভারতীয় ভোটার কার্ড জোগাড় করেছেন বলে দাবি এফআরআরও-র। অবিলম্বে এই ভোটার কার্ড বাতিল করার সুপারিশ করা হয়েছে।

এখানেই শেষ নয়, এর বাইরেও আরও অন্তত এক ডজন বাংলাদেশি নাগরিকের নামে ভারতীয় ভোটার কার্ড ইস্যু করা হয়েছে বলেও এফআরআরও-র নজরে এসেছে। এঁদের কেউ উত্তর দিনাজপুর, কেউ নদিয়া, কেউ বা উত্তর ২৪ পরগনার বাসিন্দা। এঁদের বাংলাদেশি পাসপোর্ট, ভারতের ভোটার কার্ডের নম্বর-সহ বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে কমিশনের কাছে।

পড়ুন:  দীর্ঘ অপেক্ষার পর কর্মচারীদের ২৪,০০০ টাকা ভাতা বাড়াল পশ্চিমবঙ্গ! প্রথমেই মিলবে বাড়তি ৪,০০০ টাকা

এই নিয়ে স্বাভাবিক ভাবেই হইচই পড়ে গিয়েছে কমিশনের আধিকারিকদের পাশাপাশি রাজ্য প্রশাসনে। এফআরআরও-র তরফে কমিশনকে বলা হয়েছে, এই সব বাংলাদেশি নাগরিকদের নাম ভোটার তালিকা থেকে অবিলম্বে বাদ দিতে হবে। কিন্তু এই বাংলাদেশি নাগরিক যে এসএসসি-র পরীক্ষায় বসেছেন, সে ব্যাপারে কী পদক্ষেপ করা হবে, তা শুক্রবার রাত পর্যন্ত স্পষ্ট নয়।