‘বেতন নিয়ে ভাবতে হবে না, স্কুলে ফিরুন, নিশ্চিন্তে ক্লাস করান, যোগ্য-অযোগ্য তালিকা…’, চাকরিহারাদের বড় বার্তা মমতার

2106
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষনা

নিউজ ডেস্ক: ফের যোগ্য শিক্ষকদের বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘নিশ্চিন্তে স্কুলে যান, লিস্ট নিয়ে ভাবতে হবে না’, ‘যোগ্য’ চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে বললেন, “কলকাতায় থাকলে এক মিনিটে সমাধান করতাম।” মেদিনীপুরের প্রশাসনিক সভা থেকে ফের চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কেন বসে আছেন গরমে? নিশ্চিন্তে আপনারা স্কুলে যান। মাইনে নিয়ে ভাবতে হবে না। সুপ্রিম কোর্ট আপনাদের চাকরি বাতিল করেছিল, বেতন বন্ধ করেছিল। আমরা তো আদালতে গিয়েছি। আপনারা বেতন পাবেন। এত উত্তজেনার কোনও দরকার নেই। আর গ্রুপ সি-ডি যাদের বাতিল হয়েছে, তাঁরাও চিন্তা করবেন না। আইনজীবীদের পরামর্শ নিতে দিন। নির্দেশ মেনেই আপনার জন্য যা করনীয় তা সরকার করবে।”

যোগ্য-অযোগ্যর তালিকা নিয়ে এত মাতামাতি কেন? সেই প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বললেন, “আপনার লিস্টের কী দরকার। ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে, আমি আছি। আপনার তো লিস্টের দরকার নেই। আপনার নিজের চাকরি আছে কি না, সেটা দেখা দরকার। আমি তো বলছি আপনারা স্কুলে যান। বেতন পাবেন।” 

পড়ুন:  SSC নিয়োগ কেলেঙ্কারি: 19 হাজার যোগ্য প্রার্থীর তালিকা প্রস্তুত: এসএসসি শিক্ষা দফতরে নাম পাঠিয়েছে, সরকার শীঘ্রই তালিকা প্রকাশ করবে

এদিন ফের নাম না করে ফের নিশানা করলেন বাম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে। বললেন, “বাংলায় কয়েকটা লোক আছে। ওরা ভোট চায় না। ওরা হাই কোর্টে যায় আর PIL করে। আমরা চাকরি দিই, ওরা খায়।”

মমতা বলেন, ‘আমি কাল সন্ধ্যা থেকে কমপক্ষে ১০ বার কথা বলেছি। আমি কলকাতায় থাকলে হয়তো এক সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম। যেহেতু আমি মেদিনীপুরে আছি, আমি রাত ১২ টা পর্যন্ত কথা বলে দেখেছি। কেউ-কেউ অনড় আছে যে টেন্টেড-আনটেন্টেড (যোগ্য ও অযোগ্যদের) তালিকা বের করতে হবে। আরে আপনার কী যায় আসে? কেন অন্যদের কথায় পা দিচ্ছেন? টেন্টেড নাকি আনটেন্টেড, সেটা দেখার তো আপনার প্রয়োজন নেই। ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে। কোর্ট আছে।’

পড়ুন:  পশ্চিমবঙ্গ SSC নিয়োগ কেলেঙ্কারি: মমতা সরকারের জন্য বিপত্তি; SC 25,753 শিক্ষক, অন্যান্য কর্মীদের নিয়োগ বাতিল করেছে

মমতার কথায়, ‘শিক্ষক-শিক্ষিকারা আমি বলি, আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন। আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না। আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে। আপনি এ না বি, সেটা কোর্ট ঠিক করবে। আমরা নই।’

গোটা বিষয় নিয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, “আমরা সিনিয়ররা এই আন্দোলনের পাশে রয়েছি। আজ আবার যাচ্ছি। অন্যদের সকলকে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। যোগ্যদের রক্ষার নামে বারবার তাদের প্রতারিত করা হচ্ছে। সরকার নিজেদের বাঁচার জন্যই রিভিউ পিটিশানে যাবে। কোন ভাবেই যোগ্যদের রক্ষার জন্য তারা কিছু করবে না তা আজ পরিস্কার। তীব্র আন্দোলন ও আইনি প্রক্রিয়ায় মিরর ইমেজ প্রকাশে সরকার তথা এসএসসিকে বাধ্য করার এই আন্দোলনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি মাসের শেষ হতে চলল এখনো কিভাবে স্যালারি সাবমিট হবে তার কোন নির্দিষ্ট নেই! অবিলম্বে যোগ্যদের রক্ষার পাশাপাশি এ ব্যাপারে এসএসসি ও সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানাচ্ছি।”