নিউজ ডেস্ক: আজ এসএসসি (WBSSC) চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে। কলকাতা হাই কোর্টের নির্দেশে ২০১৬ সালের এসএসসি-র চাকরি হারানো প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মচারীর মামলা আজ, সোমবার বেলা ২টোয় সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। এই মামলার উপর নির্ভর করে এই শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরির ভবিষ্যৎ।
এর আগে গত ১৬ জানুয়ারি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলার শুনানি হয়েছিল। প্রায় দু’ঘণ্টা ধরে শুনানি চলে সেদিন। সেদিন শিক্ষকদের কথা শোনা হয়েছিল। আজ সিবিআই, এসএসসি এবং বিরোধীপক্ষের কথা শুনবে আদালত।
২০১৬ সালের ২২ এপ্রিল নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের ওই রায়ের ফলে ২৫,৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। যদিও পরে সুপ্রিম কোর্ট সেই রায়ে স্থগিতাদেশ দেয়।
এর আগে বেশ কয়েকবার এই মামলার শুনানি পিছিয়ে গেছে। প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের মামলার শুনানি হওয়ার কথা থাকলেও শুনানির তারিখ বারেবারে পিছিয়ে দেওয়া হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৬ সালের ২২ এপ্রিল নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের ওই রায়ের ফলে ২৫,৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। ওই রায়কে চ্যালেঞ্জ করে ৪৮ ঘণ্টার মধ্যে সুপ্রিম কোর্টে যায় রাজ্য।