PSC Clerkship: রাজ্যে বিভিন্ন সরকারি দপ্তরে ক্লার্ক পদে নিয়োগ দেবে রাজ্য সরকার। এর জন্য আবেদন প্রক্রিয়া আগেই নেওয়া হয়েছে। তাতে বিপুল সংখ্যক চাকরি প্রার্থী আবেদন করেছেন। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন কমিশন সূত্রে খবর, পিএসসি ক্লার্কশিপের জন্য আবেদনপত্র জমা পড়েছে 8 লাখ 40 হাজার। লিখিত পরীক্ষা নিতে উদ্যোগ নিয়েছে কমিশন। পরীক্ষা স্বচ্ছভাবে পরিচালনা করার জন্য একাধিক পদক্ষেপ নিচ্ছে কমিশন। এই নিয়েই একটি নোটিশ দিল কমিশন। সেই নোটিশে বলা হয়েছে –
এতদ্বারা বিজ্ঞপ্তি দেওয়া হল যে ক্লার্কশিপ পরীক্ষা (পার্ট-১), 2023 রাজ্য জুড়ে 16 এবং 17 নভেম্বর, 2024 তারিখে সকাল 09:30 থেকে 11:00 এবং দুপুর 02:30 থেকে 04:00 p.m (প্রতিদিন দুটি সেশন) পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ক্লার্কশিপ পরীক্ষা (পার্ট-১), 2023 পরীক্ষাটি সুষ্ঠ, সুরক্ষিত এবং সমুন্নত রাখার সাংবিধানিক দায়িত্ব সম্পাদনের অঙ্গীকার হিসাবে পরীক্ষা পরিচালনায় কমিশনের স্বচ্ছ পরিবেশ রাখতে নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে –
i) জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে মেটাল ডিটেক্টর দিয়ে প্রার্থীদের তল্লাশি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
ii) প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য, কমিশন ইউনিক QR কোড ব্যবহার করছে যা অন্যায্য উপায় অবলম্বন প্রার্থীদের চিহ্নিত করার জন্য প্রতিটি প্রশ্ন পুস্তিকা।
iii) পরীক্ষা শেষ হওয়ার পর প্রার্থীদের প্রশ্ন পুস্তিকা নিয়ে নেওয়ার অনুমতি দেওয়া হবে না।
iv) 17 নভেম্বরের পর যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে প্রশ্নপত্রের পাশাপাশি সংশ্লিষ্ট উত্তর কী আপলোড করা হবে।
v) OMR উত্তরপত্রের স্ক্যান করা কপি কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে ১৭ নভেম্বর পরীক্ষা শেষ হওয়ার কয়েকদিন পর। প্রার্থীরা তাদের লগইন আইডি ব্যবহার করে OMR-এর পৃথক স্ক্যান কপি পেয়ে যাবেন।