শিক্ষক নিয়োগে প্রশ্নপত্রে ভুল নিয়ে হাই কোর্টে রিপোর্ট, চাপে সার্ভিস কমিশন

732
কলকাতা হাইকোর্ট শিক্ষক নিয়োগ

শিক্ষক নিয়োগ: কলকাতা হাই কোর্টে জমা পড়ল মাদ্রাসা সার্ভিস কমিশনের শরীরশিক্ষা নিয়োগ সংক্রান্ত পরীক্ষার প্রশ্নপত্রের ভুল নিয়ে বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট। আদালতের নির্দেশে গঠিত ওই কমিটি ৮টি প্রশ্নকে ‘ভুল’ হিসেবে চিহ্নিত করেছে।

সূত্রের খবর, রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে— পরীক্ষায় একাধিক প্রশ্ন বিভ্রান্তিকর ও ভুল ছিল। মামলাকারীদের পক্ষে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত ও আলি হাসান আলমগীর জানিয়েছেন, এই ভুল প্রশ্নের অভিযোগই মূলত আদালতের নজরে আসে। এরপর বিচারপতি অনিরুদ্ধ রায়ের নির্দেশে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শরীরশিক্ষা বিভাগকে ১১টি প্রশ্ন যাচাই করে দেখতে বলা হয়।

বিশেষজ্ঞ কমিটির পর্যবেক্ষণে উঠে আসে, ৮টি প্রশ্ন প্রকৃতপক্ষেই ভুল ছিল। মামলাকারীদের বক্তব্য অনুযায়ী, এই ধরনের ভুল পরীক্ষার্থীদের ক্যারিয়ারে বড়সড় প্রভাব ফেলতে পারে। আইনজীবী ফিরদৌস শামিম বলেন, “কমিটির রিপোর্ট প্রমাণ করে কমিশনের অবহেলার কারণেই বহু পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন।”

পড়ুন:  SSC: প্রশাসনিক গোলকধাঁধায় আটকা পড়ে ৪৮-বছরের প্রতিবন্ধী প্রার্থীর চাকরি সংগ্রামের কাহিনী

এ বিষয়ে আদালতের পরবর্তী শুনানি আগামী সপ্তাহে হওয়ার কথা। ততদিন পর্যন্ত কমিশনের ভূমিকা ও পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা।

👉 সারমর্ম: মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্রে ভুলের বিষয়টি আদালতে স্বীকৃত হলো। বিশেষজ্ঞ কমিটির রিপোর্টে ভুল প্রমাণিত হওয়ায় এখন কমিশনের উপর চাপ বাড়ছে।