রাজ্যের ২৩০টি সরকারি মাদ্রাসায় প্রধান শিক্ষক নিয়োগ করবে এমএসসি, সহকারী শিক্ষকের ফল কবে?

1064
মাদ্রাসা সার্ভিস কমিশন শূন্যপদে নিয়োগ

শিক্ষক নিয়োগ: রাজ্যের ২৩০টি সরকারি মাদ্রাসায় প্রধান শিক্ষক ও সুপার নিয়োগ হবে দ্রুত করা হবে। নিয়োগ করবে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন। মামলার নিষ্পত্তি হলেই এমএসসি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হবে বলেও জানিয়েছে কমিশন। 

রাজ্যে ১৬০টি হাই-মাদ্রাসা এবং ৭০টি সিনিয়র মাদ্রাসায় প্রধানশিক্ষক ও সুপারিনটেনডেন্ট নেই। এই শিক্ষকহীন মাদ্রাসায় প্রধানশিক্ষক ও সুপারিনটেনডেন্ট নিয়োগের ব্যবস্থা করতে চলেছে মাদ্রাসা সার্ভিস কমিশন। নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করা হবে। 

কমিশন আরও জানিয়েছে, খুব শীঘ্রই মাদ্রাসায় নিয়োগ দেওয়া হবে। আদালতে কিছু মামলা রয়েছে। দ্রুত মামলা নিষ্পত্তি হবে বলে আশা করছে কমিশন। তার পরই নিয়োগ শুরু হবে। 

পড়ুন:  Teacher Recruitment: 1036 পদের জন্য আবেদন করার শেষ তারিখ আগামীকাল, সরাসরি লিঙ্ক এখানে

মাদ্রাসাগুলিতে প্রধানশিক্ষক নিয়োগ না হওয়ায় টিআইসি দিয়ে চলছে। ফলে স্বাভাবিক পঠন-পাঠনে সমস্যা হচ্ছে। এই অবস্থায় কমিশন শীঘ্রই মাদ্রাসাগুলিতে স্থায়ীভাবে প্রধানশিক্ষক নিয়োগ করবে বলে জানিয়েছেন মাদ্রাসা সার্ভিস কমিশনের এক শীর্ষকর্তা।

ওই শীর্ষ আধিকারিকের কথায়, মাদ্রাসায় সহকারী শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা রয়েছে। সেই মাদ্রাসার নিষ্পত্তিও চেষ্টা চলছে। তার পরই সম্প্রতি পরীক্ষা হওয়ার ফলপ্রকাশ ও নিয়োগও শুরু করা হবে বলে জানিয়েছে কমিশন।