১৫ই ফেব্রুয়ারির মধ্যেই সেট পরীক্ষার ফল, সহকারী অধ্যাপক নিয়োগ বিজ্ঞপ্তি কবে? যা জানা গেল

দ্রুত সেট পরীক্ষার ফল প্রকাশ করতে চাইছে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন।

8653
সেট পরীক্ষা

SET Exam: ১৫ই ফেব্রুয়ারির মধ্যেই সেট পরীক্ষার ফল প্রকাশ করবে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন। সেক্ষেত্রে জানুয়ারি শুরুতেই মডেল উত্তরপত্র আপলোড হবে কমিশনের ওয়েবসাইটে। গত ১৫ ই ডিসেম্বর কলেজ সার্ভিস কমিশন রাজ্যজুড়ে সেট এর পরীক্ষা নেয়। মোট ৫৮ হাজার ৮৬৭ জন পরীক্ষার্থী আবেদন করেন।

পড়ুন:  Assistant Professor: অতিথি শিক্ষক নিয়োগ করবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, কোন বিষয়ের জন্য শূন্যপদ? জেনেনিন

কমিশন সূত্রে জানা গেছে, পরীক্ষার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করতে চায় WBCSC। সেই মোতাবেক প্রস্তুতিও নিতে শুরু করেছে কমিশন। এবারের পরীক্ষাকে নির্বিঘ্নে পরিচালনা করার জন্য বেশ কিছু পদক্ষেপও করেছে কলেজ সার্ভিস কমিশন। 

এবারে অ্যাডমিট কার্ডে কিউআর কোড-এর ব্যবহার করা হয়েছে। সেটের পরীক্ষার প্রশ্নপত্রেও কিউআর কোডের ব্যবহার করা হয়েছে। যাতে প্রশ্নপত্রের ছবি তুলে যদি কেউ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে সঙ্গে সঙ্গে সেই পরীক্ষার্থীকে চিহ্নিত করা যায়। 

পড়ুন:  Assistant Professor: রাজ্যের এই প্রতিষ্ঠানে অধ্যাপনার সুযোগ, কীভাবে আবেদন করবেন?

কমিশন সূত্রে খবর জানোনি মাসের প্রথম সপ্তাহেই মডেল উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড করা হবে। মডেল উত্তরপত্রের নিরিখে পরীক্ষার্থীদের মতামত নেওয়া হবে। পরীক্ষার্থীদের থেকে যে মতামত গুলি আসবে সেগুলি নিয়ে কমিশনের বিশেষজ্ঞদের সঙ্গে মতামত নেওয়ার পরই চূড়ান্ত উত্তরপত্র আপলোড হবে। চূড়ান্ত উত্তরপত্র আপলোড হওয়ার পরই কমিশন সেটের ফল প্রকাশ করবে। সেটের ফল প্রকাশের পর রাজ্য সহকারী অধ্যাপক নিয়োগ নিয়ে ফের বিজ্ঞপ্তিও জারি করা সম্ভাবনা রয়েছে বলেও চর্চায় রয়েছে।