সহকারী অধ্যাপক: বিপুল সংখ্যক পাশ সেট পরীক্ষায়, চলতি বছরেই ফের সেট

2007
Assistant Professor Recruitment শিক্ষক নিয়োগ

নিউজ ডেস্ক: প্রকাশিত হল স্টেট এলিজিবল টেস্ট বা সেট পরীক্ষার ফল। পরীক্ষার সাত সপ্তাহের মধ্যে প্রকাশিত সেট-এর ফল। এবারে উত্তীর্ণ হয়েছেন তিন হাজারের বেশি প্রার্থী। 

এবারের সেট পরীক্ষায় মোট ৫৮,৮৬৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। তার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩২৮২ জন পরীক্ষার্থী। মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে সফল পরীক্ষার্থীরা সার্টিফিকেট পাবেন।

এই পরীক্ষায় উত্তীর্ণদের ৪০ শতাংশের বেশি নম্বর থাকতে হয়। তবেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের প্রবেশিকা দেওয়ার যোগ্যতা অর্জন করা যায়। সেটের ফল প্রকাশ হল। এবার রাজ্য সহকারী অধ্যাপক নিয়োগ নিয়ে ফের বিজ্ঞপ্তিও জারি করা সম্ভাবনা রয়েছে বলেও চর্চায় রয়েছে। রাজ্যের ৩৩টি জেলায় পরীক্ষা নেওয়া হয়েছিল। চলতি বছর ডিসেম্বরে ফের সেট নেওয়া হবে।

পড়ুন:  লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় খবর সামনে এল, মহিলারা এই কার্ড না থাকলে টাকা পাবেন না, এক্ষুনি জেনেনিন

সেট রেজাল্ট দেখবেন কিভাবে?

১) সেট পরীক্ষার ফলাফল দেখতে পরীক্ষার্থীদের প্রথমে (www.wbcsc.org.in) ওয়েবসাইটে যেতে হবে।

২) এরপর রেজাল্ট দেখার লিঙ্কটিতে ক্লিক করতে হবে।

৩) এবার লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে।

৪) এরপর পরীক্ষার রেজাল্টটি স্ক্রিনে দেখতে পাবেন।

৫) রেজাল্ট ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন পরীক্ষার্থীরা।

পড়ুন:  Assistant Professor: অতিথি শিক্ষক নিয়োগ করবে রাজ্যের বিশ্ববিদ্যালয়, আগ্রহী প্রার্থীরা এইভাবে আবেদন করুন

সেট পরীক্ষাটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি যোগ্যতা নির্ধারক পরীক্ষা হিসেবে বিবেচিত হয়। গত ১৫ ই ডিসেম্বর কলেজ সার্ভিস কমিশন রাজ্যজুড়ে সেট এর পরীক্ষা নেয়। মোট ৫৮ হাজার ৮৬৭ জন পরীক্ষার্থী আবেদন করেন। এবারের পরীক্ষাকে নির্বিঘ্নে পরিচালনা করার জন্য বেশ কিছু পদক্ষেপও করেছে কলেজ সার্ভিস কমিশন।