Homeপশ্চিমবঙ্গWBCS: নোটিফিকেশন জারি PSC-র, ডব্লুবিসিএস পরীক্ষার্থীদের জন্য বড় সুখবর

WBCS: নোটিফিকেশন জারি PSC-র, ডব্লুবিসিএস পরীক্ষার্থীদের জন্য বড় সুখবর

এবার WBCS পরীক্ষার প্রশ্নপত্রে কিছু বদল আসছে বলেও জানা গিয়েছে। UPSC এর আদলে তৈরি হবে WBCS-Exe- পরীক্ষার প্রশ্নপত্র। পাবলিক সার্ভিস কমিশন এনিয়ে প্রস্তাব দিয়েছিল। আর সেই প্রস্তাবে সম্মতি....

WBCS EXAM: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষা নিয়ে গুরুত্বপুর্ন নোটিশ দিল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। WBCS পরীক্ষার্থীদের জন্য সুখবর দিল পিএসসি (WBPSC)। ওবিসি মামলার পরিপ্রেক্ষিতে চলতি বছর এই পরীক্ষা হয়ত হবে না বলে ধরেই রেখেছিল পরীক্ষার্থীর একটা অংশ। কারণ নোটিশ সংক্রান্ত কোনো বিষয় এতদিন প্রকাশ্যে আসেনি। অবশেষ PSC এই বিষয়ে এক নয়া বিজ্ঞপ্তি প্রকাশ্যে আনল।

ডব্লুবিসিএস (WBCS) পরীক্ষা পিএসসি

বুধবার, পিএসসি -র তরফ থেকে ২০২৪ এর ডব্লুবিসিএস (WBCS) পরীক্ষা নিয়ে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। সেই প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, খুব শীঘ্রই এই পরীক্ষার জন্য অনলাইনে ফর্ম ফিলাপ শুরু হবে। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ সহ একাধিক ক্যাডারের বিভিন্ন পদে নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন করার ওয়েবসাইট হল https://psc.wb.gov.in/। আবেদনের সময়সীমা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, সিলেবাস সম্পর্কে বিস্তারিত তথ্য দ্রুত দিয়ে দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

ডব্লুবিসিএস (WBCS Exam) পরীক্ষায় আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই গ্র্যাজুয়েশন অর্থাৎ স্নাতক পাশ করে থাকতে হবে। পাশাপাশি বাংলা ভাষা পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে। তবে যেসব প্রার্থীদের মাতৃভাষা নেপালি, তাদের ক্ষেত্রে বাংলা ভাষা জানা বাধ্যতামূলক নয়। কিন্তু স্নাতক ডিগ্রি অর্জন করা খুবই জরুরি।

বয়সের যোগ্যতা

এই পরীক্ষায় (WBCS) আবেদনের জন্য আবেদনকারীদের নির্দিষ্ট বয়সসীমার মধ্যে বয়স হতে হবে। গ্রূপ-A ও গ্রূপ-C পদগুলির ক্ষেত্রে বয়স হতে হবে ২১ থেকে ৩৬ বছরের মধ্যে। গ্রূপ-B পদের ক্ষেত্রে বয়স হতে হবে ২০- ৩৬ বছরের মধ্যে। আর গ্রূপ-D পদগুলির ক্ষেত্রে বয়স ২১- ৩৯ বছরের মধ্যে হলেই আবেদন করা যাবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

পড়ুন:  সহকারী অধ্যাপক পদে নিয়োগে অনিয়ম হয়েছে! আদালতে দ্বারস্থ চাকরি প্রার্থী, দেওয়া হল এই নির্দেশ

WBCS নিয়োগ পরীক্ষার ধাপ

মোট ৩টি ধাপে নেওয়া হয় ডব্লুবিসিএস (WBCS) পরীক্ষা। সেগুলি হল, প্রিলিমস, মেইনস ও পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দফতরের আমলা হিসাবে নিয়োগ পেতে গেলে এই পরীক্ষায় বসতে হয়। এদিকে এবার WBCS পরীক্ষার প্রশ্নপত্রে কিছু বদল আসছে বলেও জানা গিয়েছে। UPSC এর আদলে তৈরি হবে WBCS-Exe- পরীক্ষার প্রশ্নপত্র। পাবলিক সার্ভিস কমিশন এনিয়ে প্রস্তাব দিয়েছিল। আর সেই প্রস্তাবে সম্মতি দিয়েছে রাজ্য সরকার। সেক্ষেত্রে সব দিক ঠিক থাকলে WBCS Executive পরীক্ষার প্রশ্নপত্রে কিছু বদল হতে পারে বলে আশা করা হচ্ছে। বিজ্ঞপ্তি প্রকাশ হলে এই নিয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!