শিক্ষকদের ১০:৩৫-এর মধ্যে স্কুলে প্রবেশ করতে হবে, মোবাইল ব্যবহারেও কড়াকড়ি মধ্যশিক্ষা পর্ষদের

মধ্য শিক্ষা পর্ষদ নির্দেশ দিয়েছে যে, শিক্ষক-শিক্ষিকাদের সকাল ১০টা ৩৫ মিনিটের মধ্যে স্কুলে ঢুকতে হবে।

2691
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ

নিউজ ডেস্ক: আগামী বছরের অ্যাকাডেমিক ক্যালেন্ডার এবং টিচার্স ডায়েরি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। পর্যায়ক্রমিক মূল্যায়ন, ক্লাসের সময়, নম্বর বিভাজনের পাশাপাশি আরও কয়েক দফা নির্দেশ দেওয়া হয়েছে সেখানে। বলা হয়েছে, ১০:৩৫-এর মধ্যে শিক্ষকদের স্কুলে প্রবেশ করতে হবে, প্রার্থনা শুরু হবে ১০টা ৪০ মিনিটে। তার পরে কোনও শিক্ষক-শি‌ক্ষিকা স্কুলে ঢুকলে ‘লেট মার্ক’ দেওয়া হবে।

পড়ুন:  অসাধারণ: রাজ্যে মাধ্যমিকে চতুর্থ হয়ে মা-হারা মহম্মদ সেলিম জানাল, 'ভালো মানুষ হতে চাই'

মধ্য শিক্ষা পর্ষদ নির্দেশ দিয়েছে যে, শিক্ষক-শিক্ষিকাদের সকাল ১০টা ৩৫ মিনিটের মধ্যে স্কুলে ঢুকতে হবে। এরপর প্রার্থনা শুরু হবে ১০টা ৪০ মিনিটে। তার পরে কোনও শিক্ষক-শি‌ক্ষিকা স্কুলে ঢুকলে ‘লেট মার্ক’ দেওয়া হবে। বেলা সওয়া ১১টার পরে ঢুকলে ‘অনুপস্থিত’ হিসেবে গণ্য করা হবে। বিকেল সাড়ে ৪টে পর্যন্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের স্কুলে থাকতে হবে। 

শিক্ষকদের ১০:৩৫-এর মধ্যে স্কুলে প্রবেশ করতে হবে, মোবাইল ব্যবহারেও কড়াকড়ি মধ্যশিক্ষা পর্ষদের

শুধু আসা যাওয়া নয়, মোবাইল ফোন ব্যবহারে কড়াকড়ি করছে পর্ষদ। নির্দেশিকায় বলা হয়েছে যে, পড়ুয়ারা স্কুলে কোনোভাবেই মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। শিক্ষকেরা ক্লাসে অথবা পরীক্ষাগারে মোবাইল ব্যবহার করতে পারবেন না। পড়াশোনা সংক্রান্ত কোনও কাজে ক্লাসে মোবাইল ফোন ব্যবহার করতে হলে প্রধান শিক্ষকের অনুমতি প্রয়োজন।

পড়ুন:  শোক সংবাদ: ভয়ংকর গাড়ি দুর্ঘটনায় দুই সন্তান সহ মৃত শিক্ষক দম্পতি, শোকের ছায়া নেমেছে এলাকায়

এই বিষয়ে বিশিষ্ট শিক্ষক চন্দন গরাই বলেন, “২০২৫ এর ছুটির লিস্ট ও একাডেমিক ক্যালেন্ডার প্রকাশের পূর্বে শিক্ষক সংগঠন “অল পোস্ট গ্র‍্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন” এর পক্ষ থেকে শিক্ষকদের স্কুলে আসার লেট টাইম পূর্বের মতোই ১০.৫০ কার্যকরী করতে বোর্ড সভাপতিকে জানানো হয়েছিল, দূরবর্তী স্থানের শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য সময়টা বিবেচনা করা দরকার ছিল।”