Homeপশ্চিমবঙ্গনা মানলেই কড়া ব্যবস্থা! মাধমিকে মোবাইল জমা দিতে হবে শিক্ষক-শিক্ষাকর্মীদেরও! যা জানল...

না মানলেই কড়া ব্যবস্থা! মাধমিকে মোবাইল জমা দিতে হবে শিক্ষক-শিক্ষাকর্মীদেরও! যা জানল পর্ষদ

নিউজ ডেস্ক: শুরু হতে চলছে মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষায় কাছে মোবাইল রাখতে পারবেন না নজরদার শিক্ষকেরাও! কড়া নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের। পরীক্ষা চলাকালীন কোনও শিক্ষকের কাছে মোবাইল রয়েছে বলে ধরা গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানাল পর্ষদ।

এই বিষয়ে বুধবার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘প্রতিটি কেন্দ্রের ভেনু সুপারভাইজ়ার বা সেন্টার সেক্রেটারি ওই কেন্দ্রের নজরদার শিক্ষকদের নাম রেজিস্টারে লিখে রাখবেন। সেখানে শিক্ষকদের সঙ্গে মোবাইল নেই বলে লিখতে হবে। মোবাইল আনলে তা জমা রাখতে হবে ভেনু সুপারভাইজ়ার বা সেন্টার সেক্রেটারির কাছে। এর পরেও শিক্ষকদের কাছে ফোন আছে বলে ধরা পড়লে তাঁর বিরুদ্ধে অ্যাড হক কমিটি দ্রুত ব্যবস্থা নেবে।’’ 

কতক্ষণ কাছে মোবাইল রাখতে পারবেন না শিক্ষকরা? রামানুজ জানিয়েছেন, মাধ্যমিকে ডিউটির সময়— সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত মোবাইল রাখা যাবে না। যাঁরা নজরদার শিক্ষক নন, অথচ পরীক্ষা কেন্দ্রে অন্য কোনও ডিউটি করছেন, তাঁরাও মোবাইল রাখতে পারবেন না।

বলা হয়েছে, শুধু পরীক্ষার্থী নয়, পরীক্ষার তত্ত্বাবধানে থাকা শিক্ষক এবং শিক্ষা কর্মীদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল পর্ষদ। মোবাইল বা যেকোনো ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে শিক্ষক বা শিক্ষাকর্মীরা এলে দিতে হবে মুচলেকা এমনই নির্দেশিকা জারি করেছে পর্ষদ। কোন‌ও শিক্ষক বা শিক্ষা কর্মী কী ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেট বা মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছে তা লিপিবদ্ধ করে রাখতে হবে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments