২০১৭ সালের টেটে ২৩টি প্রশ্ন ভুল, ২০২২ সালের টেটের ২৪টি প্রশ্ন ভুল! আপত্তি উড়িয়ে এই নির্দেশ সুপ্রিম কোর্টের

মূল মামলাকারীদের বক্তব্য, ২০১৭ সালের টেটে ২৩টি প্রশ্ন ভুল রয়েছে। আর ২৪টি প্রশ্ন ভুল রয়েছে ২০২২ সালের টেটে।

1548
সুপ্রিম কোর্ট শিক্ষক ২৬ হাজার চাকরি বাতিল

নিউজ ডেস্ক: প্রাথমিক টেটের প্রশ্ন ভুল মামলা নিয়ে বড় খবর সামনে এল। কলকাতা বিশ্ববিদ্যালয়কে নিয়েই টেটের ‘ভুল’ প্রশ্ন খতিয়ে দেখবে কমিটি, আপত্তি উড়িয়ে জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। কতগুলি প্রশ্ন ভুল রয়েছে তা নিয়ে তাঁরা বিবেচনা করবেন।

আসলে গত ২৩ অগস্ট কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ তিন বিশ্ববিদ্যালয় নিয়ে কমিটি গঠন করার নিদের্শ দেয়। সেই কমিটিতে রাখা হয় কলকাতা বিশ্ববিদ্যালয়কে। ওই বিশ্ববিদ্যালয়কে বাদ দিতে সুপ্রিম কোর্টে মামলা করেন কয়েক জন টেট পরীক্ষার্থী। যদিও সেই আবেদন গ্রাহ্য হলনা।

পড়ুন:  'গোটা কর্মচারী মহল দিনটির অপেক্ষায় রয়েছে...' তবে কি নয়া বছরে ডিএ-ফয়সালা হচ্ছে রাজ্যের সরকারি কর্মীদের

শুক্রবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চের পর্যবেক্ষণ, প্রাথমিক টেটের প্রশ্ন ভুলের বিষয়টি যাচাই করার জন্য গঠিত বিশেষ কমিটিতে কলকাতা বিশ্ববিদ্যালয় থাকলে অসুবিধা কিসের?

শীর্ষ আদালত জানায়, হাই কোর্টের রায়ই বহাল থাকবে। ওই রায়ে এখনই কোনও হস্তক্ষেপ করা হবে না। এই মামলা প্রত্যাহার না করলে খারিজ করা হবে।

পড়ুন:  প্রধান শিক্ষককে স্কুলের মধ্যেই বেধড়ক মারধর, গ্রেপ্তার স্কুলেরই সহকারী শিক্ষক

২০১৭ এবং ২০২২ সালের প্রাথমিকে টেটের প্রশ্ন ভুল নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়। মূল মামলাকারীদের বক্তব্য, ২০১৭ সালের টেটে ২৩টি প্রশ্ন ভুল রয়েছে। আর ২৪টি প্রশ্ন ভুল রয়েছে ২০২২ সালের টেটে। গত ২৩ অগস্ট বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ জানায়, দু’টি টেটের প্রশ্ন ভুলের অভিযোগ খতিয়ে দেখতে একটি বিশেষ কমিটি গঠন করা হবে। কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নিয়ে গঠিত হবে ওই কমিটি। এই নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট।