Homeপশ্চিমবঙ্গএটা হলেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে! নিয়োগ নিয়ে যা জানালেন শিক্ষা...

এটা হলেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে! নিয়োগ নিয়ে যা জানালেন শিক্ষা পর্ষদের এক কর্তা

অবিলম্বে শিক্ষক নিয়োগের দাবি টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের।

নিউজ ডেস্ক: প্রথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে ইন্টারভিউয়ের দাবিতে বিকাশ ভবনে প্রতীকী তালা ঝুলিয়ে ঝোলালেন টেট পাশ চাকরি প্রার্থীরা। দ্রুত ইন্টারভিউ নিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবিতে নতুন বছরের প্রথমেই ফের পথে নামার ডাক দিয়েছিলেন ২০২২ প্রাথমিক টেট পাশ চাকরিপ্রার্থীরা। অবিলম্বে শিক্ষক নিয়োগ করতে হবে, এই দাবি নিয়ে বৃহস্পতিবার তাঁদের সেই বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার বাধল সল্টলেকের করুণাময়ীতে।

এই বিষয়ে মোহিত করাতি নামে এক চাকরিপ্রার্থী বলেন, “2022 টেটের নিয়োগ করো, নয় তো শিক্ষা দফতর বন্ধ করো— এই স্লোগান তুলে আমরা বিকাশ ভবনের দক্ষিণ গেটে প্রতীকী শিকল-তালা ঝুলিয়ে দিয়েছি। ২০১৭ সালের টেট হয়েছে ২০২১ সালে। সেই নিয়োগের পরে আর কোনও নিয়োগ নেই। ২০২২ সালের টেটের ইন্টারভিউ নিয়ে কবে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, তার জন্য হাপিত্যেশ করে বসে আছেন কয়েক হাজার প্রার্থী।”

বিদেশ গাজি নামে এক চাকরিপ্রার্থী বলেন, “আদালত শান্তিপূর্ণ কর্মসূচি করার অনুমতি দেয়। অথচ, প্রশাসন অনুমতি দিতে চায়না। আন্দোলন আমাদের সাংবিধানিক অধিকার। কেন বার বার চাকরিপ্রার্থীদের অর্থব্যয় করে আদালতে গিয়ে অনুমতি নিতে হবে? নিয়োগ প্রক্রিয়া শুরু না হলে লাগাতার আন্দোলন চালিয়ে যাব।”

চাকরি প্রার্থীদের দাবি, ২০২৪ সালের শুরুতে আশা জেগেছিল, হয়তো নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। কিন্তু বছরের শেষে এসে দেখি, সেই আশায় জল পড়ল। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল কিন্তু বলেছিলেন, বছরে দু’বার নিয়োগ হবে। টেট পাশ কেউ বসে থাকবেন না।

পড়ুন:  SSC: বহু প্যানেলভুক্ত প্রার্থীর এসএসসি কাউন্সেলিংয়ে না যাওয়ার ঘোষণা, এই প্রার্থীদের সুযোগ বাড়ছে

যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদের এক কর্তা বলেন, “কিছু আইনি জটিলতা আছে। আমরা শূন্য পদ চেয়ে শিক্ষা দফতরকে পাঠিয়েছি। সেখান থেকে সবুজ সঙ্কেত এলে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।”

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments