৫০ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগ করতে হবে! নিয়োগ নিয়ে মুখ খুললেন পর্ষদ সভাপতি গৌতম পাল

এবার প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আন্দোলন করলেন চাকরি প্রার্থীরা। প্রাথমিকের টেট পাশ করেছেন ২০২২ সালে, অথচ, এখনও পর্যন্ত শিক্ষক নিয়োগের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেনি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই অবস্থায় ৫০ হাজার শূন্য পদ

19108
প্রাথমিক শিক্ষক নিয়োগ

প্রাথমিক শিক্ষক নিয়োগ: এবার প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আন্দোলন করলেন চাকরি প্রার্থীরা। প্রাথমিকের টেট পাশ করেছেন ২০২২ সালে, অথচ, এখনও পর্যন্ত শিক্ষক নিয়োগের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেনি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই অবস্থায় ৫০ হাজার শূন্য পদ তৈরি করে দ্রুত বিজ্ঞপ্তি দেওয়ার দাবিতে মঙ্গলবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করলেন ২০২২ সালের প্রাথমিক টেট পাশ চাকরিপ্রার্থীরা।

পড়ুন:  শিক্ষাকর্মীদেরও ‘রক্ষাকবচ’ চাইবে রাজ্য, ২১ তারিখের মধ্যেই তালিকা প্রকাশ: ব্রাত্য বসু

আন্দোলনকারী চাকরি প্রার্থীরা জানাচ্ছেন, ২০২২ সালের ১১ ডিসেম্বর টেট হয়েছিল। ফল বেরোয় ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি। টেটের ফল প্রকাশের এতদিন পরেও নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বের না হওয়ায় আশাহত চাকরি প্রার্থীরা।

এই বিষয়ে চাকরিপ্রার্থী মোহিত করাতি বলেন, “প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি আমাদের বলেছিলেন, কোনও বাধা না থাকলে ৫০ হাজার শূন্য পদে নিয়োগ করা হবে। আমাদের নিয়োগ নিয়ে তো আদালতে মামলা চলছে না। তা হলে কেন নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে না?”

পড়ুন:  শিক্ষক নিয়োগ: ৭ম এসএলএসটি (এটি) পরীক্ষার্থীদের নথি পুনরায় যাচাইয়ের বিজ্ঞপ্তি

যদিও এই নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, “পর্ষদ নিয়োগ করতে পারে না। সরকার শূন্য পদের সংখ্যা দিলে তবেই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া যাবে। আগের নিয়োগ প্রক্রিয়া আইনি জটে আটকে রয়েছে। সেই প্রক্রিয়া শেষ না হলে কী ভাবে নতুন বিজ্ঞপ্তি দেওয়া সম্ভব?”

পড়ুন:  ছুটি ঘোষণা: উপনির্বাচনের কারণে ছুটি ঘোষনা হল এরাজ্যে, কারা কারা পাবেন এই ছুটি?