শিক্ষক নিয়োগ: এবার সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অর্গানাইজর (Organizer) শিক্ষক-শিক্ষিকা নিয়োগের একটি প্যানেল ঘুরছে। এটি সম্পূর্ণ ফেক বলে নোটিশ প্রাথমিক শিক্ষা পর্ষদ।
পর্ষদের নোটিশে বলা হয়েছে –
1. সোস্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এমন নোটিশ যেখানে পশ্চিমবঙ্গ প্রাথমিক সংগঠক শিক্ষকদের তালিকা আছে। নোটিশে বিজ্ঞপ্তি, অফিসের ঠিকানা এবং পশ্চিমবঙ্গ বোর্ডের নির্দিষ্ট লোগো ব্যবহার করা হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের লোগো ব্যবহার করা হলেও উক্ত অফিসের ঠিকানায় কোন অফিস নেই।
2. আসলে এটা উদ্বেগজনক হতে পারে তাই এতদ্বারা সবাইকে অবহিত করা হচ্ছে যে নোটিশের বিষয়বস্তু জাল, মিথ্যা এবং বানোয়াট।
3. পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিজ্ঞপ্তি দেয়নি।
4. যে কোনো ব্যক্তি এই জাল নোটিশ বিশ্বাস করে নিজের ঝুঁকি এবং বিপদে ফেললে তার জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বা এর কর্মকর্তা/কর্মচারী/কর্মচারীরা এতে দায়ী থাকবেন না।