শিক্ষক নিয়োগ: এবার চাকরি প্রার্থীদের জন্য সুসংবাদ দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। খুব শীঘ্রই নিয়োগ হবে জানালেন তিনি। ১৩,৪২১ শূন্যপদে শিক্ষক নিয়োগ নিয়ে এল বড় ঘোষনা। পুজোর আগেই বিরাট ঘোষণা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর! নিয়োগ শুরু দ্রুতই হবে বলেও এদিন মন্তব্য করলেন তিনি।
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এই নিয়োগ সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগে ২০২২ ও ২০২৩ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে।
শুক্রবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ”পুজোর আগে মুখ্যমন্ত্রীর উপহার ১৩,৪২১ চাকরি। দ্রুত নিয়োগ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী যেমন কথা দেন, সেই মতোই চাকরি দেবেন সকলকে। অর্থমন্ত্রকের ছাড়পত্রের বিলম্বের জন্য দেরি হচ্ছিল। এখন অনুমোদন আসার পর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারেবারে বেকার চাকরি প্রার্থীদের নিয়োগের ব্যাপারে বার্তা দিয়েছেন। সেই হিসাবে দ্রুত নিয়োগ হবে।”
এর আগে এক্স-হ্যান্ডেলে জানান, “আসন্ন শারদীয়ায় বাংলার যুবক-যুবতীদের জন্য সুখবর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রাথমিক শিক্ষা পর্ষদ ১৩,৪২১ শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে। পুজোর পরেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।”
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৩ সালের প্রাথমিক টেটে ৬,৭৫৪ জন উত্তীর্ণ হয়েছেন। ২০২২ সালের টেটের ফল প্রকাশিত হলেও মামলার জটিলতার কারণে নিয়োগ স্থগিত ছিল। এই প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানান, “মামলার জটিলতা কাটতেই প্রাথমিক শিক্ষক নিয়োগের কাজ শুরু হয়েছে। সকল টেট উত্তীর্ণ প্রার্থীরা এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।
এদিকে, পুজোর মুখে স্বস্তিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়! দীর্ঘ জেল জীবনের পর অবশেষে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআইয়ের মামলায় জামিন পেলেন পার্থ চ্যাটার্জী। শুক্রবার কলকাতা হাইকোর্টে শর্তসাপেক্ষে জামিন পেলেন তিনি। এই নিয়ে নিয়োগ দুর্নীতির সমস্ত মামলায় জামিন পেলেন পার্থ।
তবে এখনই জেল মুক্তি কিনা তা নিয়ে রয়েছে সংশয়। নিম্ন আদালতের ওপর নির্ভর করছে প্রাক্তন শিক্ষা মন্ত্রীর জেল মুক্তি। বিচারপতি শুভ্রা ঘোষ বলেন, নিম্ন আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের পাসপোর্ট জমা রাখতে হবে। সেই সঙ্গে বিপক্ষে সাক্ষী দেওয়া ব্যক্তিদের ভয় দেখানো যাবে না। কোনও তথ্য প্রমান নষ্ট করা চলবে না।
এদিন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন নিয়ে কোনও মন্তব্য করতে চাইলেন না বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য। তিনি বলেন, “তিনি নীরোগ থাকুন। সুস্থ থাকুন। আমি এটুকুই বলব।”