জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদকে অবৈধ ঘোষণা হাইকোর্টের, এবার থমকে গেল ৩৮ শিক্ষকের স্কুলে ফেরা!

931
কলকাতা হাইকোর্ট শিক্ষক নিয়োগ

নিউজ ডেস্ক: জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ অবৈধ ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। এই অবস্থায় পূর্ব মেদিনীপুরে থমকে গেল ৩৮ শিক্ষকের স্কুলে ফেরা। হাইকোর্ট পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদকে অবৈধ ঘোষণা করেছে। এই অবস্থায় ২০১৬ সালের এসএসসি প্যানেলের এই জেলায় যোগ্য ৩৮ জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকের প্রাথমিক স্কুলে ফেরার প্রক্রিয়া ধাক্কা খেল। 

জানা যাচ্ছে, ২০১৬ সালের এসএসসি প্যানেলের এই জেলায় যোগ্য ৩৮ জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকের প্রাথমিক স্কুলে ফেরার প্রক্রিয়া ধাক্কা খেল। এই যোগ্য শিক্ষকদের চাকরি বাতিল হওয়ায়, তাঁরা পূর্বের চাকরিতে যোগ দিতে চাইছেন।

২৩সেপ্টেম্বর ওই শিক্ষক-শিক্ষিকারা দলবেঁধে গিয়ে আগে প্রাইমারিতে চাকরি এবং তারপর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে চাকরি করার যাবতীয় নথি জমা করেছেন। যোগ্য শিক্ষক হিসেবে শেষ মাসে মাইন্ড পাওয়ার স্লিপও জমা করেছেন। কিন্তু, কলকাতা হাইকোর্ট জেলা বিদ্যালয় সংসদকে অবৈধ ঘোষণা করায় তাঁদের পুনর্নিয়োগ আপাতত আটকে।

পড়ুন:  SSC: আজ বহু প্রার্থী অনুপস্থিত এসএসসি কাউন্সেলিংয়ে, সুযোগ বাড়বে ওয়েটিং প্রার্থী, বড় খবর সামনে এল

যদিও এপ্রসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা প্রাইমারি বিদ্যালয় সংসদ সভাপতি হাবিবুর রহমান বলেন, সংসদকে অবৈধ নির্দেশ দেওয়ার ঘটনায় পুনর্নিয়োগে কোনও সমস্যা হবে না। তাছাড়া ওই ইস্যুতে আমরা ডিভিশন বেঞ্চে আপিল করেছি। সমস্যা দ্রুত মিটে যাবে।