মিলবে টানা ১ মাস ছুটি! শিক্ষক ও পড়ুয়াদের জন্য বড় খবর, শিক্ষা দফতরের নয়া সিদ্ধান্ত জেনেনিন

ছুটি নিয়ে নেওয়া হচ্ছে বড় সিদ্ধান্ত। শিক্ষক ও পড়ুয়াদের ছুটির বৈষম্যে দুর করতে বড় উদ্যোগ নিল রাজ্য স্কুল শিক্ষা দফতর!

19846
প্রাথমিক হাইস্কুল ছুটির তালিকা

নিউজ ডেস্ক: ছুটি নিয়ে নেওয়া হচ্ছে বড় সিদ্ধান্ত। শিক্ষক ও পড়ুয়াদের ছুটির বৈষম্যে দুর করতে বড় উদ্যোগ নিল রাজ্য স্কুল শিক্ষা দফতর! পুজোর ছুটিতে টানা ১ মাস ছুটি (WB School Holiday) মিলবে শিক্ষকদের।  আসলে দুর্গাপুজো এবং লক্ষ্মীপুজোর পরেই পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে যায়।  তবে বন্ধ থাকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।

পড়ুন:  জারি বিজ্ঞপ্তি: মিড ডে মিল নিয়ে বড় সিদ্ধান্ত! পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় উদ্যোগ রাজ্য সরকারের

যেখানে একটানা ছুটি  পাচ্ছে স্রেফ মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা। আর  প্রাথমিকের স্কুলগুলো খুলে যাচ্ছে। আর এখন থেকেই উঠেছে বৈষম্যের অভিযোগ।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লক্ষ্মীপুজোর পর থেকে কালীপুজোর আগে অবধি পশ্চিমবঙ্গের ৫০,০০০ প্রাথমিক বিদ্যালয় (Primary School) খোলা থাকলেও ৯৯৯১টি মাধ্যমিক এবং ৬৭৭১টি উচ্চমাধ্যমিক স্তরের বিদ্যালয় বন্ধ ছিল। জানা যাচ্ছে, এই নিয়ে প্রাথমিক শিক্ষকদের একাংশের মনে একটা ক্ষোভ তৈরি হয়। শিক্ষাবর্ষ অনুযায়ীও এবার বড়দের থেকে ছোটরা বেশি ক্লাস করেছে বলে খবর।

এই আবহে প্রাথমিক এবং মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্তরের ছুটির (WB School Holiday) তালিকা এক করার দাবি উঠতে শুরু করে। সেদিকে নজর রেখে এবার শিক্ষা দফতরের তরফ থেকে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যের হাইস্কুলগুলির মতো প্রাথমিক বিদ্যালয়গুলিতে পুজোর সময় একটানা ১ মাস ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে রাজ্যের প্রাথমিক শিক্ষকদের পাশাপাশি স্কুল পড়ুয়াদেরও সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।