নিউজ ডেস্ক: টেট পাশ না করা যেকোনও শিক্ষককে টেট পাশ করতে হবে বলে নির্দেশে জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এই রায়ের পরেই শিক্ষকদের মধ্যে একটি আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে কোন জেলায় কতজন শিক্ষক টেট না পাশ করা শিক্ষক আছেন তাঁর তথ্য চেয়েছে বোর্ড। সার্কেলগুলোকে এই সম্পর্কিত নির্দেশ দিয়েছে।
টেট সম্পর্কে সাম্প্রতিক সুপ্রিম কোর্টের রায়ের ফলে শিক্ষকদের চাকরি নিয়ে চরম অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এই পরিপ্রেক্ষিতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার দাবি জানাচ্ছেন শিক্ষকরা। রাজ্য সরকার যাতে এই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে সেই আবেদন জানিয়ে চিঠি পাঠানো হলো। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের পক্ষ থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, চিফ সেক্রেটারি, শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে চিঠি পাঠানো হল।
এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, “আমরা শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের পক্ষ থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, চিফ সেক্রেটারি, শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে আজ চিঠি পাঠালাম।টেট সম্পর্কে সুপ্রিম কোর্টের রায়ের ফলে শিক্ষকদের চাকরি নিয়ে যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে তার পরিপ্রেক্ষিতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। রাজ্য সরকার যাতে এই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে সেই আবেদন জানিয়েও চিঠি পাঠানো হলো। রাইট টু এডুকেশন অ্যাক্ট লাগু হওয়ার পূর্বে বিএড/পিটিটি ট্রেনিং সহ কঠিন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষকদের পুনরায় কেন চাকরি রক্ষার পরীক্ষা দিতে হবে? প্রয়োজনে তাঁদের জন্য আলাদাভাবে ওয়ার্কশপ এবং ট্রেনিং-এর ব্যবস্থা করা হোক। না হলে এর ফলে সরকারি শিক্ষা ব্যবস্থা আরো সংকটে পড়বে এবং শিক্ষার বেসরকারিকরণের রাস্তা আরো দ্রুত প্রসারিত হবে। এই সংকট নিরশনে কেন্দ্র এবং রাজ্য সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই দাবি জানিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের নিকট আবেদন জানানো হলো।”