A ক্যাটাগরির বেতন স্কেল: এবার প্রাথমিক শিক্ষকের A ক্যাটাগরির বেতন সম্পর্কিত একটি গুরুত্বপুর্ন নির্দেশ দেওয়া হল। শিক্ষা দপ্তরের নির্দেশে বলা হয়েছে, যে সমস্ত শিক্ষক-শিক্ষিকা বিএড ডিগ্রি নিয়ে প্রাথমিক শিক্ষক পদে চাকরি করছেন, কিন্তু ৬ মাসের ব্রিজ কোর্স না থাকার পরেও A ক্যাটাগরির বেতন ভোগ করছেন, সেই সমস্ত শিক্ষক-শিক্ষিকার বিষয়ে পেপরসহ ব্যাখ্যা দিতে হবে। ৯.০৯.২৪ এর মধ্যে এই কাজটি করতে হবে।
নির্দেশে বলা হয়েছে, বিএড যোগ্যতায় নিয়োগ প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষক/শিক্ষিকাদের ৬ মাসের ব্রিজ কোর্স ছাড়াই ‘এ’ ক্যাটাগরি’ বেতন স্কেল (লেভেল-9) অনুমোদিত করা হয়েছে। এর কারণ নিয়ে ০৯.০৯.২০২৪ তারিখের মধ্যে উক্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাদের বিষয়ে পেপার সহ ব্যাখ্যা দিতে হবে।
এটি আসলে বিএড যোগ্য প্রাথমিক শিক্ষকের বেতনের ক্যাটাগরি স্কেল সম্পর্কিত তথ্য। যেসমস্ত DPSC বিএড যোগ্য প্রাথমিক শিক্ষকদের ৬ মাসের ব্রিজ কোর্স ছাড়া A ক্যাটাগরি স্কেল দেওয়া হচ্ছে, সেই বিষয়ে চেয়ারম্যান/সচিবেরর পক্ষ থেকে স্পষ্টীকরণ চাওয়া হয়েছে ৯.০৯.২৪ তারিখের মধ্যে! বিষয়টি অত্যন্ত আর্জেন্ট হিসাবে বলা হয়েছে।
[…] […]