অসাধারণ: রাজ্যে মাধ্যমিকে চতুর্থ হয়ে মা-হারা মহম্মদ সেলিম জানাল, ‘ভালো মানুষ হতে চাই’

1

নিউজ ডেস্ক: প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফল। পূর্ব বর্ধমানের মুহাম্মদ সেলিম এবার রাজ্যে চতুর্থ স্থান দখল করেছে। তার মোট প্রাপ্ত নম্বর ৬৯২ । বাংলা, অংক, ভৌত বিজ্ঞান ও ভূগোলে ১০০ তে ১০০ পেয়েছে। জীবন বিজ্ঞানে ৯৯, ইতিহাসে ৯৮ এবং ইংরেজিতে ৯৫ করে নম্বর পেয়েছে। 

মুহাম্মদ সেলিম জানিয়েছে, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন আছে তাঁর। মা নেই, চরম দারিদ্রতাকে হারিয়ে এতিম মহম্মদ সেলিম মাধ্যমিকে রাজ্যে চতুর্থ স্থান দখল করেছে। দিনে দশ ঘণ্টা পড়তো করত সেলিম, স্বপ্ন আদর্শ মানুষ হওয়া। 

২০২৫ মাধ্যমিক পরীক্ষায় সারা রাজ্যে চতুর্থ স্থান অধিকার করেছে, কেতুগ্ৰাম বিধানসভার নিরোল গ্রাম পঞ্চায়েতের সিরুন্দি গ্রাম ও নিরোল উচ্চ বিদ্যালয়ের ছাত্র মহম্মদ সেলিম। বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার ইচ্ছে রয়েছে সেলিমের। প্রিয় বিষয় রসায়ন। ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছে রয়েছে মাধ্যমিকের এই কৃতীর।

পড়ুন:  BIG NEWS: মাধ্যমিকের ফল প্রকাশ, প্রথম স্থান পেল রায়গঞ্জ করোনেশন হাইস্কুল থেকে অদৃত সরকার, প্রাপ্ত নম্বর ৬৯৬

মামা ছাড়াও শিক্ষকদের কথাও বারবার শোনা গিয়েছে সেলিমের মুখে। পড়াশোনা এবং প্রস্তুতির প্রতি পদে শিক্ষকেরা তাকে গাইড করেছে বলে জানিয়েছে সে। তার স্কুলের ২ জন শিক্ষকের চাকরি চলে গিয়েছে, সেলিম বলছে, ‘আমাদের ২ টিচার ছিলেন। খুব ভালো পড়াতেন। খারাপ লেগেছে আমার।’

পড়ুন:  WBSSC: আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের চূড়ান্ত তালিকা প্রকাশ হল, দেখেনিন এক ক্লিকেই

কৃতী পড়ুয়া বলছে, ‘মাধ্যমিকে খুব খেটেছি। স্যররাও খুব আশা করেছিলেন।’ রেজ়াল্ট নিয়ে চিন্তা ছিল না সেলিমের। মেধাতালিকায় নাম উঠবে কিনা তা নিয়েও চিন্তা ছিল না তার।

মা মারা যাওয়ার পর ছোট থেকেই মামার কাছেই মানুষ। তার এই কৃতিত্ব সে মামাকে উৎসর্গ করতে চায়। এই খবর পেয়ে খুশী তার পরিবার পরিজনরা।