Homeপশ্চিমবঙ্গরাজ্যের স্কুল শিক্ষকদের ট্রান্সফার নিয়ে বড় আপডেট দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

রাজ্যের স্কুল শিক্ষকদের ট্রান্সফার নিয়ে বড় আপডেট দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

নিউজ ডেস্ক: রাজ্যের স্কুল শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফার নিয়ে বড় আপডেট দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বুধবার রাজারহাটে একটি বেসরকারি স্কুলের বর্ষপূর্তি অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্রাত্য বসু (Bratya Basu) শিক্ষকদের ট্রান্সফার নিয়ে মন্তব্য করলেন।

তিনি বলেন, মিউচুয়াল ট্রান্সফার নিয়ে আলোচনা চলছে। তবে এক্ষুনি তারিখ বলা সম্ভব নয় বলেন জানিয়েছেন তিনি। পাশাপাশি, মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়েও বিশেষ পদক্ষেপের কথাও জানান তিনি।

অনুষ্ঠান শেষে, সারপ্লাস ট্রান্সফার নিয়েও মুখ খোলেন তিনি। বলেন, “এক্ষেত্রে আমরা আগেরগুলোর রিভিউ করবো। সারপ্লাস ট্রান্সফারের ক্ষেত্রে আমরা একটা নীতি অবশ্যই আনবো এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেই চূড়ান্ত করা হবে। সারপ্লাস ট্রান্সফারের ক্ষেত্রে ৯০০ জনের একটি তালিকা তৈরি করা হয়েছে। জেলা কেন্দ্রিক আবেদনের ভিত্তিতে ট্রান্সফার করা হবে।” 

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, চলতি বছরে প্রশ্নফাঁসের মধ্যে ঘটনা রুখতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রতিদিনই জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে আলোচনা চলছে। পরীক্ষা নির্বিঘ্নে শেষ করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেওয়া হচ্ছে। 

প্রসঙ্গত উল্লেখ্য, পারস্পারিক বদলির ক্ষেত্রে আবেদন নেওয়া শুরু হলে‌ও এখনই হচ্ছে না বদলি। মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের পরেই আবেদনের ভিত্তিতে বদলির প্রক্রিয়া শুরু করবে সরকার। শিক্ষা দফতর সূত্রে এমনটাই খবর। এ ছাড়াও, পারস্পারিক বদলির ক্ষেত্রে বছরে নির্দিষ্ট সময়ে দু’বার বদলি করা হবে এমন নীতি আনতে চলেছে শিক্ষা দফতর বলেই সূত্রের খবর।

পড়ুন:  ভয়ংকর সমস্যা চলছে, হলিস্টিক রিপোর্ট কার্ডে পাঁচগুণ কাজের চাপ বাড়বে! সমস্যায় শিক্ষকরা
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments