নিউজ ডেস্ক: একাদশের বিভিন্ন বিষয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য মডেল প্রশ্ন প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। যদিও সব স্কুলের প্রশ্ন তৈরি ও অনেক স্কুলের পরীক্ষা হয়ে গেছে, এখন মডেল প্রশ্ন বের করলো সংসদ।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষার মডেল প্রশ্ন ওয়েবসাইটে আপলোড করলো। কাউন্সিল সায়েন্স, কমার্স ও আর্টস বিভাগের মোট ১৭ টি সাবজেক্টের প্র্যাকটিক্যাল পরীক্ষার মডেল প্রশ্ন ওয়েবসাইটে প্রকাশ করলো। বায়োলজি, ফিজিক্স, কেমেস্ট্রি, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার এপ্লিকেশন, ভূগোল, মিউজিক, নিউট্রিশন সহ বিভিন্ন বিষয়ের মডেল প্রশ্ন প্রকাশিত হলেও অনেক দেড়িতে বের করলো বলে অভিযোগ জানিয়েছে শিক্ষক সংগঠন ” অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন”।
শিক্ষক সংগ্থনের পক্ষে রাজ্য সম্পাদক চন্দন গরাই বলেন, রাজ্যের সমস্ত স্কুল একাদশ শ্রেণির ২য় সেমিস্টারের প্র্যাকটিক্যাল বিষয়ের প্রশ্ন ইতিমধ্যেই বিষয় শিক্ষক মাধ্যমে তৈরি করে ছাপা হয়ে গেছে ও অনেক স্কুলের পরীক্ষাও শেষ হয়ে গেছে। অনেক আগে মডেল প্রশ্নগুলো কাউন্সিলের আপলোড করা দরকার ছিল। এখন প্রকাশিত প্রশ্নগুলির কোনরকম উপযোগিতা থাকলো না।