চক্রান্ত চলছে? DA মামলা আরও পিছিয়ে দেওয়ার ছক নিয়ে বিস্ফোরক দাবি রাজ্য সরকারি কর্মী সংগঠনের নেতার

2232

নিউজ ডেস্ক: বকেয়া মহার্ঘ ভাতা (DA) মামলা সুপ্রিম কোর্টে চলছে। বারেবারে পিছিয়ে যাচ্ছে এই মামলা। এই ভাবে মামলা পিছিয়ে যাওয়ায় আশাহত হচ্ছেন এরাজ্যের সরকারি কর্মীরা। তারইমধ্যে বিস্ফোরক দাবি করলেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের নেতা। 

ডিএ মামলায় যুক্ত হতে চেয়ে নতুন করে শীর্ষ আদালতে আবেদন করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। যদিও সেটার বিরোধিতা করেছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। এমনকী ডিএ মামলার শুনানি পিছিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে কিনা, সেই প্রশ্নও তোলা হয়।

কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় দাবি করেছেন, আইনজীবীরা যা জানিয়েছেন, তাতে এরকম ক্ষেত্রে যিনি মামলায় যুক্ত হতে চাইছেন, তাঁকে নিজের দফতরের নাম এবং ঠিকানা দিতে হবে। নিজের শিক্ষকতা পেশার কথা উল্লেখ করেননি। শুধুমাত্র লিখেছেন যে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক হিসেবে কাজ করছেন। তাঁর কথায়, ‘এত ভুল কেন তিনি করবেন? তাহলে কি মামলাটি দীর্ঘ থেকে দীর্ঘতর করার চক্রান্ত চলছে?’ 

পড়ুন:  SSC: টানা চাকরি বাতিলের পর চাকরিতে নিয়োগের বিষয় উল্লেখযোগ্য! হাসলেন প্রধান বিচারপতি, মূল আবেদনকারীরা এলে ভেবে দেখা হবে

সংগ্রামী যৌথ মঞ্চের যুক্ত হওয়ার আবেদনের বিরোধিতা করা নিয়ে কনফেডারেশনের সাধারণ সম্পাদক জানিয়েছেন, সংগ্রামী যৌথ মঞ্চ মামলায় যুক্ত হলে নতুন করে তাদের কথা শুনতে হবে। আরও সময় চাইতে পারে রাজ্য সরকার। একটা মামলা যখন শেষপর্যায়ে আছে, তখন তো সেই পদক্ষেপটা আদতে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য হিতে বিপরীত হতে পারে।

পড়ুন:  শিক্ষক নিয়োগ মামলায় অবস্থান পরিবর্তন করল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সুপ্রিম কোর্টের প্রশ্ন

যদিও এই বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক পালটা দাবি করেছেন, এতদিন তাঁরা রাস্তায় লড়াই করছিলেন। আদালতের লড়াইটা বাকি সংগঠনের উপরে ছেড়ে দিয়েছিলেন। কিন্তু আদালতের লড়াইয়ে হতাশার মুখে পড়তে হচ্ছিল। তাই সুপ্রিম কোর্টে ডিএ মামলায় জয়ের জন্য তাঁরা যুক্ত হতে চেয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ২২ এপ্রিল সুপ্রিম কোর্টে ডিএ মামলা ওঠার কথা আছে।