Homeউত্তরবঙ্গচায়ের দোকানে চা বিক্রি করলে চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়! সরকারি...

চায়ের দোকানে চা বিক্রি করলে চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়! সরকারি চাকরি নিয়েও বড় মন্তব্য করলেন মমতা

চায়ের দোকানে চা, বিস্কুট, ঘুঘনি বিক্রি করে ভালো রোজগার হয় বলে জানালেন মমতা

নিউজ ডেস্ক: এবার কর্মসংস্থান নিয়ে বড় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চায়ের দোকানে চা, বিস্কুট, ঘুঘনি বিক্রি করে ভালো রোজগার হয়। অনেক সময় চাকরির থেকেও ভালো রোজগার হয় চায়ের দোকানে! এমনই দাবি করলেন মমতা। 

জেলা সফরে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী! মালদহে জেলা সফরে কর্মসংস্থান নিয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, চাকরিতে ভালো রোজগার হয়। আবার অনেক সময় চায়ের দোকানেও ভালো রোজগার হয়।

রাজ্যে কর্মসংস্থান প্রসঙ্গে মমতার দাবি, অনেকে বলেন চাকরি হয় না। জানবেন কী করে! যে চাকরিতে যোগ দিচ্ছেন, তিনি জানেন। 

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘চাকরি করতে গেলে কতগুলো সিস্টেম আছে। ইন্টারভিউ কল করে আপনাদের পরীক্ষা দিতে হয়, ইন্টারভিউ দিতে হয়। ভাইয়েরা আমার চিন্তা করার বা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই। একটা চায়ের দোকানে চা বিক্রি করলে ইনকাম খারাপ হয় না। চাকরির থেকেও বেশি টাকা পাওয়া যায়। মনে রাখবেন বাণিজ্যে বসতি লক্ষ্মী। কেউ চাকরির সুযোগ পেলে চাকরি করবেন। পলিটেকনিক ট্রেনিং নিয়ে চাকরি করবেন। আমরা ১০ লক্ষ ছেলেমেয়েদের পলিটেকনিক ট্রেনিং দিয়ে আমরা কিন্তু তাদের চাকরি করে দিয়েছি। আরও কয়েক লক্ষ চাকরি হবে খুব শীঘ্রই। যারা আইটিআই ট্রেনিং নিয়েছেন, পলিটেকনিক ট্রেনিং নিয়েছেন।’

মমতা মেয়েদের পড়াশোনার পক্ষেও জোর সওয়াল করেন। তাড়াতাড়ি বিয়ে দিতে বারণ করেন। বলেন, মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেবেন না। ওরা সমাজের গর্ব। ওদের পড়তে দিন। 

পড়ুন:  Jobs In Germany: প্রতি বছর ৯০ হাজার ভারতীয়কে চাকরি দেবে জার্মানি, জেনে নিন কোন দক্ষতার চাহিদা সবচেয়ে বেশি

আর জি কর ইস্যুতেও মুখ খোলেন। বলেন, ফাঁসি চাই। পৈশাচিক ঘটনায় কেউ কী করে মানবিক হতে পারে? যাবজ্জীবন মানে কী? অনেক সময় যাবজ্জীবনে প্যারোলে অনেকে বেরিয়ে যায়। আমি সত্যিই শকড। আমি মনে করি এটা জঘন্য ও বিরলতম অপরাধ। 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments