বড় খবর: ডিএ নিয়ে এবার বাংলার সরকারি কর্মীদের বড় বার্ত দিতে উদ্যোগী হতে পারেন খোদ মমতা! তবে কি মিলবে বকেয়া?

বর্তমানে ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। আর কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে ৫৩ শতাংশ হয়েছে। ফলে বাড়ছে অসন্তোষ।

3919
মহার্ঘ ভাতা ডিএ মমতা বন্দ্যোপাধ্যায় da

বকেয়া ডিএ, পশ্চিমবঙ্গ: বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে এরাজ্যের সরকারি কর্মীদের মধ্যে রয়েছে দীর্ঘ অসন্তোষ। এই অবস্থায় ডিএ নিয়ে বাংলার সরকারি কর্মীদের বড় বার্ত দিতে উদ্যোগী হতে পারেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। আর কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে ৫৩ শতাংশ হয়েছে।

মহার্ঘ ভাতা ডিএ মমতা বন্দ্যোপাধ্যায় da

সদ্যই ৩ শতাংশ ডিএ ঘোষনা করেছে কেন্দ্র সরকার। অন্যদিকে এরাজ্যে ডিএর দেখা নেই। এই আবহে অসন্তুষ্ট সরাকারি কর্মীদের বার্তা দিতে বড় পদক্ষেপ করতে পারে তৃণমূলের ফেডারেশন। তৃণমূল কংগ্রেস সমর্থিত কর্মচারী ফেডারেশন শীঘ্রই একটি সভা করতে চাইছে। সেই সভাতে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়কে হাজির করতে চাইছে তারা। এর জন্যে সংগঠনের তরফ থেকে উদ্যোগী হয়েছেন মন্ত্রী মানস ভূঁইয়া নিজে।  

কর্মচারী ফেডারেশন সূত্রে জানা গেছে, সংগঠনের তরফে মন্ত্রী মানস ভূঁইয়া এই সংক্রান্ত বিষয় নিয়ে উদ্যোগী হয়েছেন। মুখ্যমন্ত্রী সেই সময় উপস্থিত থাকার সবুজ সঙ্কেত দিলেই কলকাতায় সভার জন্য প্রস্তুতি শুরু করে দেওয়া হবে।

পড়ুন:  বিরাট খবর! তবে কি ফের বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতার টাকা? বড় ঘোষণা খোদ মুখ্যমন্ত্রীর

এই প্রসঙ্গে তৃণমূল কর্মচারী ফেডারেশনের নেতা প্রতাপ নায়ক বলেন, ‘‘আমরা মুখ্যমন্ত্রীর কাছে সময় চেয়েছি। মন্ত্রী মানস ভুঁইয়া মুখ্যমন্ত্রী সচিবালয়ের কাছে সময় চেয়েছেন, আর তাঁর দফতর সময় দিলেই কলকাতায় আমরা সবচেয়ে বড় সমাবেশে রাজ্য সরকারি কর্মচারীদের উপস্থিত করব।’’

উল্লেখ্য, তৃণমূল কর্মচারী ফেডারেশনের সদস্যসংখ্যা ২ লক্ষ ৪৮ হাজার। এই সংখ্যা আরও বাড়াতে ইতিমধ্যেই সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে তারা। জানা গিয়েছে, রাজ্যের সরকারি দফতরে বিভিন্ন শাখা কমিটিগুলিকেও নতুন করে সাজানো হচ্ছে। 

পড়ুন:  হোলিস্টিক প্রগ্রেস রিপোর্ট কার্ড: স্কুল শিক্ষা দপ্তরের নোটিফিকেশন, শিক্ষকদের নিয়ে ওয়ার্কশপ হলো না

আগামী বিধানসভা নির্বাচনের আগে জেলা কমিটিগুলিতে বিস্তর রদবদল করা হচ্ছে। এ ছাড়াও রাজ্যের সরকারি দফতরে বিভিন্ন শাখা কমিটিগুলিকেও নতুন করে সাজানো হচ্ছে। স্বাস্থ্য দফতরের শাখাতে ফেডারেশনের কমিটি গঠনের ক্ষেত্রে পর্যালোচনা শুরু হয়েছে। তাই নতুন করে কমিটি গঠন করা হবে। এই সব কাজের মধ্যে মুখ্যমন্ত্রী সময় দিলেই কলকাতার কোথাও সভা আয়োজন করা হবে।

পড়ুন:  DA News: জানুয়ারিতে কি DA ঘোষণা নবান্নর? মহার্ঘ ভাতা নিয়ে বড় আপডেট দিলেন সরকারি কর্মী সংগঠনের নেতা