নিউজ ডেস্ক: আজ রাজ্য বাজেট, বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার আশায় রয়েছেন এরাজ্যের সরকারি কর্মীরা। এরই মধ্যে বড় মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‘৩ শতাংশ DA বৃদ্ধি হতে পারে..’! মমতার-সরকারের বাজেটের আগে মন্তব্য শুভেন্দুর।
শুভেন্দু বলেন, ‘বাংলার মানুষের চাহিদা মতো কিছু না থাকলে, শুধু ভাতা বাড়িয়ে হবে না। ৫০০ টাকার ভাতা বাড়ানোর পরিকল্পনা করছেন। কালকে ৩ শতাংশ DA বৃদ্ধি থাকতে পারে। হয়তো আমি বলার পর ওটা ৪ শতাংশ হয়ে যেতে পারে। আমরা কেন্দ্রীয় হারে চাই। চাকরির কোনও গল্প থাকবে না। শিল্প নিয়ে কালকে থাকবে।’
DA ইস্যুতে রাজ্যে কম জল গড়ায়নি। একদিকে বকেয়া ডিএ নিয়ে টানা আন্দোলনে গলা চড়িয়েছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ, অন্যদিকে ডিএ দেওয়ার দাবিতে হয়েছে মামলা।
এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন ৫৩ শতাংশ। অন্যদিকে এরাজ্যের সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন মাত্র ১৪ শতাংশ। অর্থাৎ ৩৯ শতাংশ ডিএ কম পাচ্ছেন এরাজ্যের সরকারি কর্মীরা। এই নিয়ে অসন্তোষ কাজ করছে বাংলার সরকারি কর্মীদের মধ্যে। এবছর এখনও পর্যন্ত ডিএ নিয়ে কোনো ঘোষনা দেওয়া হয়নি। এদিকে আজকেই রাজ্য বাজেটে ডিএ ঘোষণার অপেক্ষায় আছেন বাংলার সরকারি কর্মীরা। এরই মধ্যে বড় মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী।