WB Asha Karmi Recruitment 2024: রাজ্যে আশা কর্মী পদে নিয়োগ চলছে, জেনেনিন বিস্তারিত

আগ্রহী প্রার্থীকে সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে। প্রার্থীর বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে।

1529
WB Asha Karmi Recruitment

WB Asha Karmi Recruitment 2024: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। আশা কর্মী পদে নিয়োগ দেওয়া হবে।।মহিলাদের কাজের সুযোগ দিচ্ছে পশ্চিম বর্ধমান জেলা। সম্প্রতি প্রশাসনিক ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সরাসরি আবেদন পত্র জমা দিতে হবে।

WB Asha Karmi Recruitment

আশাকর্মী পদে শূন্যপদ

পশ্চিম বর্ধমানের কিছু ব্লকের জন্য আশাকর্মী নিয়োগ WB (Asha Karmi Recruitment 2024) করা হবে। মোট শূন্যপদ ছ’টি। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন।

আশা কর্মী পদে যোগ্যতা

বয়স (Asha Karmi Recruitment 2024)

শুধু মাত্র বিবাহিতা/ বিধবা/ আদালত থেকে বিবাহবিচ্ছেদ হয়েছে, এমন মহিলারাই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীকে সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে। প্রার্থীর বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে।

আশা কর্মী পদে শিক্ষাগত যোগ্যতা

কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হওয়া দরকার। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

গুরত্বপূর্ণ ডকুমেন্টস (Asha Karmi Recruitment 2024)

বার্থ সার্টিফিকেট

পড়ুন:  Assistant Professor: সহকারী অধ্যাপকের 57টি পদের জন্য 1979টি আবেদন জমা, কোন পদে কত আবেদন?

ভোটার বা আধার কার্ড

 কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)

বিবাহের কাগজপত্র

শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র

এছাড়া নোটিশে উল্লেখিত সবকিছু

আশা কর্মী পদে কিভাবে আবেদন করবেন?

আবেদনের জন্য প্রথমে পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে যেতে হবে ‘রিক্রুটমেন্ট’-এ। সেখান থেকেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন প্রার্থীরা। বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করা প্রয়োজন। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। ১১ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টে পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। এই নিয়ে (Asha Karmi Recruitment 2024) বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

পড়ুন:  BIG BREAKING: শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ এবং কাউন্সেলিং নিয়ে নোটিশ এসএসসির (SSC), দেখেনিন এক ক্লিকেই